দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি, তবে বর্ষা এখনও দূরে

0

খবর অনলাইন: সরকারি আবহাওয়া দফতরের মতে এটা বর্ষা তো নয়ই, এমন কী প্রাক-বর্ষার বৃষ্টিও নাকি নয়। সে যাই হোক না কেন! সোমবার সকালে ঘণ্টা দুয়েকের মুষলধারে বৃষ্টি এনে দিল বর্ষার আমেজ। সেই আমেজ চেটেপুটে উপভোগ করলেন শহর কলকাতা-সহ আপামর দক্ষিণবঙ্গবাসী।

বাড়তে থাকা তাপমাত্রা আর আর্দ্রতার প্রভাবে গত দু’দিন ধরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। এই আর্দ্রতাই কিন্তু বৃষ্টির পথ মসৃণ করল এই দিন। হাওয়া অফিস সূত্রে খবর, বাতাসে বাড়তি জলীয় বাষ্প থাকায় সেই বাষ্প গরম হয়ে বায়ুমণ্ডলের ওপরে উঠে গিয়ে ঠাণ্ডা হাওয়ার সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘের জন্ম দেয়। এর ফলেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টি হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছে ৩২ মিমি, দমদমে ৫৪ মিমি, বসিরহাটে ৪২ মিমি, বর্ধমানে ২৪ মিমি, ক্যানিং-এ ২৭ মিমি, বোলপুরে ৬৯ মিমি।

আজ, সোমবার যে সে ভাবে গরমের দাপট থাকবে না সেটা বোঝাই যাচ্ছে। তবে কাল মঙ্গলবার আর বুধবার ফের ফিরে আসতে পারে তাপমাত্রা আর আর্দ্রতাজনিত অস্বস্তি।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন