Homeখবরসাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

প্রকাশিত

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে গিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে জোড়াফুলের উত্তরীয় পরে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে যোগ দিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দীর্ঘদিনের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।

অরূপ বিশ্বাস জানিয়েছেন, শোভন ও বৈশাখী চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তৃণমূল ভবনে আনুষ্ঠানিক যোগদানের পর দু’জনেই কালীঘাটে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

দলের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে শামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন শোভন ও বৈশাখী। সেই আর্জি বিবেচনা করে দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনে তাঁদের তৃণমূলে পুনর্বহাল করা হয়েছে।

যোগদানের পর আবেগঘন বক্তব্যে শোভন বলেন, “আমার ধমনী, শিরা সবটাই তৃণমূলের। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। আমার কাজ হবে দলকে আরও শক্তিশালী করা।”

অক্টোবরে প্রশাসনে প্রত্যাবর্তনের পর নভেম্বরের শুরুতেই দলেও ফিরলেন তিনি। সম্প্রতি তাঁকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের (NKDA) চেয়ারম্যান পদে নিয়োগ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই নিয়োগের পর থেকেই তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল।

২০১৮ সালে মেয়র পদ ও মন্ত্রিত্ব ছাড়ার পর তৃণমূল ত্যাগ করেছিলেন শোভন। ২০২১ সালের আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। তবে পদ্মশিবিরে স্থায়ী হতে পারেননি, ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যান।

গত সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠকের পর থেকেই দলে ফেরার জল্পনা নতুন করে জোর পায়। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফরে রিচমন্ড হিলে তিনজনের একত্রে বৈঠক সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।

প্রশাসনে তাঁর প্রত্যাবর্তনের পর বেহালা পশ্চিমের অনুগামীদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকায় শোভনের ছবি সংবলিত হোর্ডিং ঝুলতে দেখা গিয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা, বেহালা পশ্চিম থেকে তাঁকে প্রার্থী করতে পারে তৃণমূল, কারণ বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি।

তবে শোভন প্রার্থী হবেন কি না বা প্রশাসনে আরও বড় দায়িত্ব পাবেন কিনা, তা সময় বলবে। আপাতত সাত বছর পর দলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র — আর তাতে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।