Homeকেনাকাটা৪০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের পারফিউম

৪০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের পারফিউম

প্রকাশিত

আধুনিক সময়ে প্রত্যেকেই এখন নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য দিনে দিনে হয়ে উঠেছেন ফ্যাশন সচেতন। ফ্যাশনেবল পোশাক ও জুতোর পাশাপাশি বিভিন্ন রকম মন মাতানো সুগন্ধি বিশেষ করে পারফিউম ব্যবহার আগের তুলনায় এখন বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।

গরমকালে স্বভাবতই বাড়তে শুরু করে তাপদাহ। বাইরে বেরোলেই তো ঘেমে একাকার হয়ে যেতে হয়। তাই এই সময়ে চাই বিভিন্ন রকম লং লাস্টিং পারফিউম।

১। অস্কার লেডি মিনি পকেট পারফিউম-

অস্কার ব্র্যান্ডের এই পারফিউমটি ৮ মিলিলিটার আছে।

দাম-  ৭৫ টাকা।

২। এনগেজ ফেম পারফিউম ফর উইমেন-

ফ্লোরাল গন্ধের এই পারফিউমটির গন্ধ দীর্ঘক্ষণ থাকবে।

দাম- ২৬৯ টাকা।

৩। ইয়ার্ডলি লন্ডন পারফিউম-

এই পারফিউমটি ১৪০ মিলিলিটার রয়েছে।

দাম- ১৮৯ টাকা।

৪। র‍্যামসন্স লাক্সারি পারফিউম-

র‍্যামসন্স পারফিউমটি ৩০ মিলিলিটার রয়েছে। এর গন্ধ ইউ আর লাভলি।

দাম- ১৪০ টাকা।

৫। ইবা পিওর পারফিউম-

এই পারফিউমের গন্ধ ফ্রুটি এবং ফ্লোরাল প্রিন্টের।

দাম- ২২৪ টাকা।

৬। রেনী পারফিউম ব্লুম-

রেনী পারফিউমটি ৮ মিলিলিটার আছে।

দাম- ১৭৯ টাকা।

৭। মিনিসো পারফিউম ফর উইমেন-

এই পারফিউমের গন্ধ হানি জ্যাসমিনের।

দাম- ৩৮০ টাকা।

৮। সিক্রেট টেম্পটেশান ড্রিম পারফিউম ফর উইমেন-

ওয়াল্ড স্টোন ব্র্যান্ডের এই পারফিউমটি ৩৭০ মিলিলিটার আছে।

দাম- ৩৪৯ টাকা।

আরও পড়ুন: ৯০০ টাকার মধ্যে কার্গো প্যান্ট কিনবেন? এই ১০ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন পছন্দের কার্গো প্যান্ট

সাম্প্রতিকতম

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...

আরও পড়ুন

এই ৮ টি ব্র্যান্ড থেকে ৪৫০ টাকার মধ্যে নিতে পারেন পছন্দের ব্যাগি ফিট টি-শার্ট

টি শার্ট এমন একটি পোশাক যা ছেলে মেয়ে নির্বিশেষে এখন সকলের পরিধানের অংশ। বর্তমানে টি-শার্ট মানেই ফ্যাশন। অন্য যে কোনও  সময়ের তুলনায় গরমে টি-শার্টের চাহিদা থাকে বেশি। আর বর্তমানের ফ্যাশন অনুরাগী মেয়েরা টি শার্ট এর দিকে ঝুকবে না, তা তো হতেই পারে না।

৮০০ টাকার মধ্যে  এই ৮ টি ব্র্যান্ড থেকে কিনতে পারেন ঘর সাজানোর সামগ্রী  

ঘর সাজাতে ফার্নিচার বা আসবাবত্রের বিকল্প নেই। তার মানে এই নয় ঘরে ঠাসা থাকবে আসবাবপত্র। এমন ঘর দেখতে সবসময় ভালো না।

৯০০ টাকার মধ্যে এই ৮ টি ব্র্যান্ড থেকে নিতে পারেন মেন্স কো-অর্ড সেট

ফ্যাশন এখন শুধু টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট এবং জ্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ বর্তমানে ছেলেরা আগের চেয়ে অনেক বেশি ফ্যাশন সচেতন৷ পুরোনো ফ্যাশন স্টেটমেন্ট নতুন ভাবে ফিরে আসছে নতুন কনসেপ্টে৷