কলকাতা: শনিবার সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনায় মাতবে পশ্চিমবঙ্গ। চারিদিকে খুশির আবহ। তার আগে আরও একটি খুশির খবর দিল পশ্চিমবঙ্গের করোনাগ্রাফ। এক লাফে পনেরোশোর ঘরে নেমে এল দৈনিক সংক্রমণ। পাশাপাশি ব্যাপক কমল সংক্রমণের হারও। কোলকাতার সংক্রমণ দুশোর নীচে রেকর্ড করা হল। তবে এখনও কিঞ্চিৎ বেশি রয়েছে মৃতের সংখ্যাটি।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৩ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৩ হাজার ৬৯২।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪২১ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৬২ হাজার ৭২১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ২০ হাজার ৭৫৭ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.০৪ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২১ হাজার ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩৪ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৭.৯১ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার অনেক কমল
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের আবার অনেকটাই কমে গিয়েছে এবং তা তিন শতাংশের কাছাকাছি এসে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৯ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত, এ দিন সংক্রমণের হার ছিল ৩.১০ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
দুই জেলাতেই এ দিন সংক্রমণ কমেছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৮১ জন এবং উত্তর ২৪ পরগণায় ২০৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৪৩৬ এবং ৩৬৯ জন। কলকাতায় ১০ আর উত্তর ২৪ পরগণায় ৬ জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৪১৬, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ২৩১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ৫৪৭ জন এবং উত্তর ২৪ পরগণায় ৩ হাজার ৫৪ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৫৫২ এবং ৫২৫৮ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত -৬০
সুস্থ হলেন –৪৯
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –৪৩
সুস্থ হলেন –৭১
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –৮৩
সুস্থ হলেন –১২৪
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –২৫
সুস্থ হলেন –২১
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –৭২
সুস্থ হলেন –৮৭
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৩২
সুস্থ হলেন -৩৯
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৪৬
সুস্থ হলেন –৩৯
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৫২
সুস্থ হলেন –৯৩
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত ৩৮
সুস্থ হলেন –৬০
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -৯৬
সুস্থ হলেন -১১৩
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –৮৮
সুস্থ হলেন –১১৫
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –৬০
সুস্থ হলেন –৮৫
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত-৫৫
সুস্থ হলেন- ৮৯
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত-৫৫
সুস্থ হলেন –৭২
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -১৭
সুস্থ হলেন –৩৩
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত -৪০
সুস্থ হলেন -৪৩
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত–৫৯
সুস্থ হলেন –৭০
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত -১৯
সুস্থ হলেন- ২৭
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৯৫
সুস্থ হলেন -১৫৮
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৫৭
সুস্থ হলেন -১১৬
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –৪৫
সুস্থ হলেন –১০৩
গত ২৪ ঘণ্টায় উল্লিখিত রাজ্যগুলির মধ্যে মৃত্যু রেকর্ড করেছে হুগলি (৫), বীরভূম (৩), মুর্শিদাবাদ (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগণা (২), নদিয়া (১), পশ্চিম মেদিনীপুর (১), পূর্ব বর্ধমান (১), পশ্চিম বর্ধমান (১) এবং হাওড়ায় (১)।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।