রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হওয়া বৈঠক আগামী সপ্তাহে পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত ১২ তারিখে নবান্ন সভাঘরে বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। এই বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসভিপি, সিএমওএইচদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বৈঠক পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে মেডিক্যাল কলেজগুলির চলমান পরিস্থিতি উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যসচিবকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং তাদের কাজে যোগ না দেওয়া পরিস্থিতি আরও জটিল করেছে।
‘প্রশাসন এবং মন্ত্রিসভার আইন সংক্রান্ত প্রস্তাব জানাতে হবে’ বিবৃতি জারি রাজভবনের
এদিন ভোরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে নবান্নে একটি চিঠি পাঠানো হয়েছিল। এরপর দুপুরে মুখ্যসচিবের কাছ থেকে তার জবাব আসে। আন্দোলনকারীরা ৩০ জনের প্রতিনিধি দল নিয়ে আলোচনায় যেতে চাইলে নবান্ন জানায়, ১২ থেকে ২৫ জনের প্রতিনিধি দল নিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে নবান্নে আলোচনা করা যেতে পারে।
এই মুহূর্তে গোটা রাজ্যজুড়ে নজর রয়েছে নবান্নে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেই দিকে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মেডিক্যাল পরিষেবা পুনরায় চালু করার জন্য সকলেই এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে।