বাগানে সাপ দেখতে পাওয়াটা চা শ্রমিকদের কাছে কোনও নতুন ব্যাপার নয়। অজগর চোখে কম পড়ে হয়তো, তাও দেখা যায় মাঝে মধ্যে। তা ব’লে এত বড় অজগর ? না, এমনটা এই প্রথম দেখলেন জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি চা বাগানের শ্রমিকরা। সাপটি দেখে হুড়োহুড়ি পড়ে যায় বাগানে। বহু মানুষ চলে আসেন অজগর দেখতে। খবর দেওয়া বাতাসি ভিটা বন দফতরে। বনকর্মীরা এসে নানা চেষ্টায় সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করেন।
অজগরটির দৈর্ঘ্য ২১ ফুট, ওজন ৪৩ কিলোগ্রাম। সাপটি দীর্ঘদিন দড়িতে বাঁধা ছিল। বাঁধা অবস্থাতেই সে বাগানে ঘুরে বেড়াচ্ছিল। তাই, তার কিছুটা চিকিৎসার প্রয়োজন আছে বলে বনকর্মীরা জানান। চিকিৎসার পর ফের তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এর আগে এত বড় অজগর কখনও এই এলাকায় উদ্ধার হয়নি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।