কলকাতা: ২১ জুলাইয়ের সমাবেশের যাবতীয় লাইভ আপডেট পেতে দেখতে থাকুন এখানে।
======================================
দুপুর ১:৪৫- জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শেষ হল তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ।
বেলা ১২:৪৫- বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
**** ‘ঘুটে পোড়ে গোবর হাসে,’ বললেন মমতা। ইভিএম প্রতারণা করে লোকসভা ভোট জিতেছে বিজেপি, বললেন মমতা।
**** কটা আসন পেয়ে মারামারি শুরু করেছে বিজেপি। এই আসন থাকবে না।
***** বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারা হয়েছে। যে সব জায়গায় তৃণমূলকে আক্রমণ করা হয়েছে, সব জায়গায় সোমবার মিছিল হবে।
হাত তুলে সমর্থন। ছবি রাজীব বসু।
***** বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়।
***** ৩৪ বছর লড়াই কর, তার পর ক্ষমতা দখলের কথা ভাব। বিজেপিকে বললেন মমতা।
***** তৃণমূল কংগ্রেস গরিবের দল।
***** ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। বিজেপির ‘কাটমানি ফিরিয়ে দাও’-এর স্লোগানের পালটা মমতার।
***** ত্রিপুরায় ৮৪% আসনে পঞ্চায়েত নির্বাচন হয়নি, সেটা নিয়ে তো কেউ কিছু বলছে না।
***** যারা কেন্দ্রীয় সরকারের মতো মাইনে চান, তাঁরা কেন্দ্রে চলে যান।
***** সিপিএমের ৩৪ বছরের হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ হয়েছে।
***** বাংলায় সিপিএম, কংগ্রেস এবং বিজেপি এক হয়ে গিয়েছে।
***** এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই!
***** রাজীব গান্ধী ৪০০-এর বেশি আসন পেয়ে এসেও সাংসদ চালাতে পারেননি। এটা বিজেপিরও হতে পারে।
***** আমাদের ধর্ম শেখাতে আসবেন না। মন্দিরগুলোকে সুন্দর করে তৈরি করে দিয়েছি।
***** দক্ষিণবঙ্গে খরা পরিস্থিতি। স্বীকার করলেন মুখ্যমন্ত্রী।
***** ‘ব্যালট ফিরিয়ে দাও।’ স্লোগান তুললেন মমতা।
***** রাজ্যে পঞ্চায়েত, পুরসভা নির্বাচন ব্যালটে হবে। ঘোষণা মমতার।
***** ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।
***** ‘উজালা’র টাকা ফেরত দাও। বিজেপির উদ্দেশে মমতা।
তারকা সমাবেশ। ছবি রাজীব বসু।
***** ২৯ জুলাই থেকে নতুন কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে দেখা করুণ। জনসংযোগ করুণ। দলীয় নেতৃত্বের প্রতি মমতা।
***** টাকা নিয়ে রাজনীতি করা যায় না।
***** কংগ্রেস, সিপিএমের সমর্থন চায় না তৃণমূল।
***** দু’বছরও টিকতে পারবে না বিজেপি।
***** আগামী একমাস এক মাস একাধিক অনুষ্ঠান। জানালেন মমতা।
***** সবাই মিলে কর্মসূচিতে সামিল হবেন।
***** আগের থেকে অনেক বড়ো ২১ জুলাই। জানালেন মমতা।
***** তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে।
***** ২৬ জুলাই থেকে আবার প্রশাসনিক মিটিংয়ে যাব।
***** বেতন কমিশন রিপোর্ট জমা দিলে সাধ্যমতো করব।
***** বিজেপি হঠাও, দেশ বাঁচাও।
***** ‘মেশিন নয়, ব্যালট চাই’
বেলা ১২:৩৫-মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়।
বেলা সাড়ে বারোটা- “ইভিএম নয়, ব্যালট ফেরাও। স্লোগান তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২৫০-এর বেশি আসন জেতার দাবি করলেন তিনি।
বেলা ১২:২৫- সমাবেশ স্থলে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেলা ১২:১৫- বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, “দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি। তারা এখন মার্কিন সাম্রাজ্যবাদের দালাল।”
জনসমাবেশ। ছবি রাজীব বসু।
সকাল ১১:৪৫- ২১-এর সভার জন্য বনগাঁ বারাসাত শাখায় একাধিক ট্রেন বাতিল হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অভিযোগ ইচ্ছাকৃত ভাবে বিজেপি এই কাজ করছে। যদিও কোনো ট্রেন বাতিল হয়নি বলে পালটা দাবি করল রেল।
সকাল ১১টা- শুরু হয়ে গিয়েছে সমাবেশ। কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০টা- কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাকর্মীরা কলকাতামুখী। হাওড়া-শিয়ালদহ-সহ বিভিন্ন জায়গা থেকে মিছিল এগোচ্ছে ধর্মতলার সমাবেশস্থলের দিকে।
তৃণমূলের এই সমাবেশকে কেন্দ্র করে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। সিসি ক্যামেরা, ড্রোনের মধ্যে দিয়ে নজরদারি চালানো হচ্ছে। রয়েছে বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড।
সমাবেশের জন্য কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কলেজ স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।