কলকাতা: ক্রমেই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। স্থগিত হয়ে গেল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
জানা গিয়েছে, করোনা পজিটিভ হয়েছেন আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। কমিটির প্রধান রাজ চক্রবর্তীও সস্ত্রীক কোভিড আক্রান্ত হয়েছেন।
শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ ধরে চলার কথা ছিল চলচ্চিত্র উৎসবের। ৫০ শতাংশ দর্শক নিয়ে উৎসবের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে ভার্চুয়ালি উদ্বোধনের বন্দোবস্ত করা হয়েছিল নবান্ন সভাঘর থেকে।
এ দিকে, রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। স্বাভাবিক ভাবেই এই কোভিড আবহে কী ভাবে চলচ্চিত্র উৎসব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরই মধ্যে মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে সংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, উৎসব বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখার মতো যে সব নির্দেশ সরকারের তরফে দেওয়া হয়েছে, যে সমস্ত বিধিনিষেধের কথা জানানো হয়েছে, তা মেনেই উৎসব চলবে।
তবে রাজ এবং পরমব্রত কোভিড আক্রান্ত হওয়ার পর দু’জনের আলোচনাক্রমে এবং মুখ্যমন্ত্রীর সম্মতিতে ঠিক হয় আপাতত চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হবে।
আরও পড়তে পারেন:
ইপিএফ গ্রাহকদের জন্য সুখবর! এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে ন্যূনতম পেনশন
পুরভোটে ফের আইনি জট! পিছনোর মামলা হাইকোর্টে, অনুমতি ডিভিশন বেঞ্চের
হোম আইসোলেশনের মেয়াদ কমাল কেন্দ্র, জানুন ১৪ দিন থেকে কমে কত হল
নতুন সময়সীমার মধ্যে প্যান-আধার লিঙ্ক করলে বাঁচতে পারে কয়েক হাজার টাকা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।