কিছুটা কমলেও, ‘মা’-এর জেরে শুক্রবারও যানজট সেভেন পয়েন্টে

0

এজেসি  বোস ও বাইপাস সংযোগকারী উড়ালপুল ‘মা’ পরীক্ষামূলক ভাবে চালু হওয়ার দ্বিতীয় দিনেও সেভাবে পাল্টালো না যানজটের চেহারা। ৮ আগস্ট আনুষ্ঠানিক ভাবে চালু হবে উড়ালপুলটি। তার আগে, বৃহস্পতিবার প্রথম পরীক্ষামূলক ভাবে খুলে দেওয়া হয় এটিকে। বৃহস্পতিবারের মত এদিনও ব্যাপক যানজটের কবলে পড়ে পার্কসার্কাস সেভেন পয়েন্ট। তবে প্রথম দিনের তুলনায় শুক্রবার যানজট কিছু কম ছিল।    

এদিন কলকাতা ট্রাফিক গার্ড ও কলকাতা পুলিশের অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছিল যানজট মোকাবিলা করার জন্য।কলকাতা ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের কথায়, এই সেতুর নতুন অংশ খুলে দেওয়ার জন্য বেশ কিছু গাড়ির গতিপথ পরিবর্তন করা হয়েছে। সাধারণ মানুষের এই নতুন গতিপথে অভ্যস্ত হতে কিছু দিন সময় লাগবে। গন্তব্যে যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে আর যাবে না মানুষ তা বুঝে গেলে এই যানজটের সমস্যা অনেকটাই কমে যাবে বলে তিনি জানান।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন