Rahgunathpur

শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: পরিষ্কার-পরিচ্ছন্নতায় এ বার আরও এক পা এগোল পুরুলিয়া জেলার মহকুমাশহর রঘুনাথপুর। মঙ্গলবার থেকে শহরজুড়ে শুরু হয়েছে তিনদিনের পরিচ্ছন্নতা অভিযান।

Rahgunathpur

সম্প্রতি পুরুলিয়া সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রশাসনিক বৈঠকে বলেন, “শহর জুড়ে জমে রয়েছে ময়লা আবর্জনা, শিল্পপতিদের আগমন ঘটবে কী করে ? ইতিমধ্যেই শিল্প হাব হিসাবে ঘোষিত হয়েছে রঘুনাথপুর । ঝকঝকে তকতকে শহর তাদের পছন্দ”। এই ব্যাপারে উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুরুলিয়া জেলার মহকুমাশহর রঘুনাথপুরের পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়কে ।

আরও পড়ুন: জলপাইগুড়িতে বিক্ষোভের মুখে মুকুল রায়

পুরপ্রধান ভবেশবাবু জানান, “ডাম্পিং গ্রাউন্ড না থাকায় একটি গর্ত খুঁড়ে শহরে জমে থাকা নোংরা আবর্জনা পুঁতে ফেলা হচ্ছে, মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন দিনের পরিচ্ছন্নতা অভিযান চলছে । আগামী দিনে ঝকঝকে তকতকে শহর গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে । তবে কিছু সমস্যার কারণে ডাম্পিং গ্রাউন্ডের কাজ আটকে রয়েছে, খুব দ্রুতই তা মিটে যাবে । শহরবাসীকে পরিষেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here