কলকাতা: সোমবার বঙ্গের করোনা সংক্রমণ অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার ফের তা বেড়ে পঞ্চাশের ঘরে পৌঁছে গেল। বেড়ে গেল সংক্রমণের হারও।
রাজ্যের কোভিড পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৮ হাজার ৯২২।
রাজ্যে এই সময়সীমার মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন। এর ফলে মোট সুস্থ হওয়ার মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লক্ষ ৯৭ হাজার ৩২১। রাজ্যে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.৯৩ শতাংশে। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি রাজ্যে। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা এখন ২১ হাজার ২০৩।
সক্রিয় রোগীর তথ্য
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ৩৯৮ জন। এর মধ্যে বাড়িতে চিকিৎসাধীন ৩৭৯ জন। সেফ হোমে কেউ নেই। হাসপাতালে রয়েছেন ১৯ জন।
সংক্রমণের হারের তথ্য
করোনার দাপট কতটা রয়েছে সেটা বুঝতে হলে সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি একশো টেস্টে কতজন পজিটিভ হচ্ছেন, সেটাই সংক্রমণের হার। এই হার বাড়া মানে রোগের দাপট বাড়া। গত ২৪ ঘণ্টায় সেই হার কিছুটা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট টেস্ট হয়েছে ৭ হাজার ১৯৮ জনের। এর ফলে সংক্রমণের হার এ দিন ছিল ০.৬৭ শতাংশ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।