খবরঅনলাইন ডেস্ক: সোমবারের রীতি মেনেই পশ্চিমবঙ্গে ব্যাপক কমল দৈনিক সংক্রমণ। আবার সোমবারের রীতি মেনেই রাজ্যে অনেকটাই বেড়ে গেল সংক্রমণের হার। তবে সংক্রমণের থেকে অনেক বেশি মানুষ সুস্থ হওয়ায় সক্রিয় রোগী অনেকটাই কমে গিয়েছে। কলকাতা এবং উত্তর ২৪ পরগণার বাইরে রাজ্যের বাকি জেলার করোনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬৪ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ২৫ হাজার ৫৮১ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৫১৫ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.১৯ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৮ হাজার ৪৮০ জন। গত ২৪ ঘণ্টায় ১৭২ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.২৬ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার বেশ বাড়ল
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
সংক্রমণের হার গত প্রায় দু’মাস ধরে একই জায়গায় ঘোরাঘুরি করছে। গত ২৪ ঘণ্টা তা অনেকটাই বেড়েছে। তবে এটাই সোমবারের রীতি। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৩৩৮টি টেস্ট হয়েছে। এর ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.৯২ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৭২ লক্ষ ৩৬ হাজার ৫২৭ জনের কোভিড পরীক্ষা হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১০৭ এবং উত্তর ২৪ পরগণায় ৮৫ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৯৪ এবং ৯২ জন। কলকাতায় কারও মৃত্যু হয়নি। উত্তর ২৪ পরগণায় ২ জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ৫৭০, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২২ হাজার ৪৮১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১২২৮ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ১৮৯ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০১৫ এবং ৪৬৪৮ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –৫
সুস্থ হলেন – ১০
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –১৩
সুস্থ হলেন –২৪
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –২৮
সুস্থ হলেন –৫২
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –১১
সুস্থ হলেন –১০
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –৮
সুস্থ হলেন –২৬
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত –১
সুস্থ হলেন –৬
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১৪
সুস্থ হলেন –৯
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৪
সুস্থ হলেন –৬
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -২
সুস্থ হলেন –৪
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -৪৪
সুস্থ হলেন –৪৩
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –২
সুস্থ হলেন –৭
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –৪
সুস্থ হলেন –১৬
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত -১৮
সুস্থ হলেন –২০
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১০
সুস্থ হলেন –২৩
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত –১
সুস্থ হলেন –৪
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –১৬
সুস্থ হলেন –৩৮
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –৩৩
সুস্থ হলেন –৩৫
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত –১০
সুস্থ হলেন –১৪
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৩৪
সুস্থ হলেন –৪৯
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৩৬
সুস্থ হলেন -৪২
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –১৯
সুস্থ হলেন –৪০
এই জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু রেকর্ড করেছে নদিয়া (৪), হুগলি (২), জলপাইগুড়ি (১), পূর্ব মেদিনীপুর (১), পূর্ব বর্ধমান (১), হাওড়া (১) এবং দক্ষিণ ২৪ পরগণা (১)।
আরও পড়তে পারেন
ভবানীপুরেও মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু? জল্পনা দূর করলেন দিলীপ ঘোষ
সিআইডি দফতরে হাজিরা দিতে যাচ্ছেন না, মেল করে জানালেন শুভেন্দু অধিকারী
পঞ্জশির উপত্যকা তাদের কব্জায়, দাবি করল তালিবান
কেরলের সঙ্গে বাকি দেশেও কমল সংক্রমণ, হুহু করে কমছে দৈনিক মৃত্যুহার
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।