bay of bengal boat capsize

কলকাতা: বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখনও পর্যন্ত ছ’জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অন্তত ১৩ জন।

স্থানীয় প্রশাসনের সতর্কতা উপেক্ষা করে গত সোমবার তিনটে ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলার ১৯ জন মৎস্যজীবী। এর পরেই ফ্রেজারগঞ্জের কাছে উত্তাল সমুদ্রে ডুবে যায় তিনটে ট্রলারই। ঘটনাটির ব্যাপারে বুধবার জানাজানি হয়। তার পরেই উদ্ধারকাজে নামে উপকুলরক্ষী বাহিনী। জলপথের পাশাপাশি আকাশপথেও মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকুলরক্ষী বাহিনী।

এখনও পর্যন্ত ১৩ জনের খোঁজ না পাওয়া গেলেও খারাপ খবরেরই আশঙ্কা করছেন উপকুলরক্ষী বাহিনীর আধিকারিক এমএ ওয়ারসি। তাঁর কথায়, “আমাদের আশঙ্কা সব মৎস্যজীবীই মারা গিয়েছেন।” উদ্ধারকর্মীদের আন্দাজ ডুবে যাওয়া ট্রলারের মধ্যেও বেশ কিছু দেহ আটকে থাকতে পারে। জিপিএস ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজে বেশ দেরি হচ্ছে বলে জানিয়েছে উপকুলরক্ষী বাহিনী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here