খবরঅনলাইন ডেস্ক: টেস্টের সংখ্যা বাড়তেই ফের বাড়ল পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। সামান্য বাড়ল সংক্রমণের হারও। কলকাতাতেও সংক্রমণ ফের একবার একশো পেরিয়ে গিয়েছে। তবে স্বস্তির বিষয় হল গত বুধারের থেকে কিছুটা কম রেকর্ড করা হয়েছে সংক্রমণ। অর্থাৎ, সাপ্তাহিক সংক্রমণ কমেছে রাজ্যে।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮১ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ২২ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৪৫৩ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.১৯ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৮ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.২৪ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার বাড়ল
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
সংক্রমণের হার গত প্রায় এক-দেড় মাস ধরে একই জায়গায় ঘোরাঘুরি করছে। গত ২৪ ঘণ্টা তা একটু বেড়েছে। এই সময়ের মধ্যে ৩৮ হাজার ১০৩টি টেস্ট হয়েছে। এর ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.৭৮ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৭০ লক্ষ ৩৯ হাজার ১৫১।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১০৬ এবং উত্তর ২৪ পরগণায় ১১৬ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৮৪ এবং ৮৬ জন। কলকাতায় ১ আর উত্তর ২৪ পরগণায় ৩টে মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১২ হাজার ৯৭৪, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২১ হাজার ৯৫১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১১০৬ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ১৪৫ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০০৯ এবং ৪৬৩৫ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –৪
সুস্থ হলেন – ১২
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –১৪
সুস্থ হলেন –২৯
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –৪৯
সুস্থ হলেন –৬১
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –৫
সুস্থ হলেন –১২
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –১০
সুস্থ হলেন –৩২
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত –২
সুস্থ হলেন –৫
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৭
সুস্থ হলেন –৯
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৬
সুস্থ হলেন –৬
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -২
সুস্থ হলেন –৪
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত –৫৩
সুস্থ হলেন –৪৩
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –১৩
সুস্থ হলেন –৭
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –১৭
সুস্থ হলেন –১৫
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত -২৩
সুস্থ হলেন –২০
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -২৪
সুস্থ হলেন –২৩
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত –৫
সুস্থ হলেন –৪
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –৪২
সুস্থ হলেন –৪২
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –৩১
সুস্থ হলেন –৩৭
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত –৬
সুস্থ হলেন –১৬
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৫২
সুস্থ হলেন –৫৩
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৪৮
সুস্থ হলেন -৪২
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –৪৪
সুস্থ হলেন –৩৯
এই জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু রেকর্ড করেছে নদিয়া (৩), দার্জিলিং (১), বাঁকুড়া (১), পশ্চিম বর্ধমান (১), হাওড়া (১), দক্ষিণ ২৪ পরগণা (১)।
আরও পড়তে পারেন
সারা দেশে স্কুল খোলার পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
দিল্লি রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডির ডাকে সাড়া দিতে?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।