খবরঅনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতির সার্বিক উন্নতিই হয়েছে। কারণ গত বৃহস্পতিবারের থেকে ৩ শতাংশ কম সংক্রমণ রেকর্ড করা হল আজ, বৃহস্পতিবার। তবে কলকাতার পরিস্থিতি কিছুটা অস্বস্তি তৈরি করছে। এ দিন শহরের নতুন সংক্রমণ আরও কিছুটা বেড়েছে। যদিও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে মনে হচ্ছে সংক্রমণের এই বৃদ্ধিটা বিক্ষিপ্ত একটা ব্যাপার।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮। গত সপ্তাহের বৃহস্পতিবার রাজ্যে ৭১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছিলেন। ফলে রাজ্যে সাপ্তাহিক সংক্রমণ ৩.০৬ শতাংশ কম রেকর্ড করা হয়েছে।
তবে সুস্থতার সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪০ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ২২ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৪৬৬ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.১৯ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৮ হাজার ৭৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ৬৭ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.২৪ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার কমল
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
সংক্রমণের হার গত প্রায় এক-দেড় মাস ধরে একই জায়গায় ঘোরাঘুরি করছে। গত ২৪ ঘণ্টা তা একটু কমেছে। এই সময়ের মধ্যে ৪০ হাজার ২৭০টি টেস্ট হয়েছে। এর ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১.৭৩ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৭০ লক্ষ ৭৯ হাজার ৪২১।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১২২ এবং উত্তর ২৪ পরগণায় ১০২ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৯২ এবং ৯৪ জন। কলকাতায় ১ আর উত্তর ২৪ পরগণায় ৩টে মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ৯৬, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২২ হাজার ৫৩। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১১৩৫ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ১৫০ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০১০ এবং ৪৬৩৮ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –৫
সুস্থ হলেন – ১২
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –১৬
সুস্থ হলেন –২৯
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –৪১
সুস্থ হলেন –৬৮
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –৫
সুস্থ হলেন –১২
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –২৪
সুস্থ হলেন –৩৩
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত –১১
সুস্থ হলেন –৫
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১১
সুস্থ হলেন –৯
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৪
সুস্থ হলেন –৬
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -৭
সুস্থ হলেন –৪
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত –৪৮
সুস্থ হলেন –৪৯
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –১
সুস্থ হলেন –৭
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –১২
সুস্থ হলেন –১৮
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত -২২
সুস্থ হলেন –২৩
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১৮
সুস্থ হলেন –২৪
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত –৫
সুস্থ হলেন –৪
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –৪১
সুস্থ হলেন –৪৭
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –৩১
সুস্থ হলেন –৩৭
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত –৪৬
সুস্থ হলেন –৪১
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৩৯
সুস্থ হলেন –৬১
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৪৭
সুস্থ হলেন -৪৯
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –৫৪
সুস্থ হলেন –৪৪
এই জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু রেকর্ড করেছে নদিয়া (৫), দার্জিলিং (১), দক্ষিণ দিনাজপুর (১) এবং দক্ষিণ ২৪ পরগণা (১)।
আরও পড়তে পারেন
এ বার ৬০ শতাংশ নম্বরেই মিলবে বিবেকানন্দ স্কলারশিপ, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।