কলকাতা: চতুর্থীর সন্ধ্যায় পশ্চিমবঙ্গের করোনাচিত্র দেখে খুব একটা হতাশ হওয়ার কোনো জায়গা নেই। কারণ সংক্রমণ পরিস্থিতি কার্যত অপরিবর্তিতই রয়েছে। কলকাতায় সংক্রমণ সামান্য বাড়লেও সেটা আদৌ উদ্বেগের কিছুই নয়। বরং উৎসবের মরশুমে এই সংক্রমণ ভবিতব্যই ছিল।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৭৬ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৫ হাজার ৫৭৭।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫৫ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৮৯৪ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২০ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩২ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার একটু বাড়ল
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৬ হাজার ৪২৯টা নমুনা পরীক্ষা হয়েছে। বিপরীতে সংক্রমণের হার ছিল ২.১৩ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৪ লক্ষ ৭১ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষা হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণার সংক্রমণ গোটা রাজ্যের মধ্যে সব থেকে বেশি। তাও এটা বলতেই হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কারণ এই দুই জেলাতেই আগস্টের শেষ সপ্তাহেই দৈনিক সংক্রমণ শতাধিক অতিক্রম করেছিল। সেই তুলনায় বিচার করলে এখনও সে ভাবে উদ্বেগজনক কোনো বৃদ্ধি এই দুই জেলার সংক্রমণে আসেনি।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৬২ এবং উত্তর ২৪ পরগণায় ১২৭ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ১৪৪ এবং ১২৫ জন। কলকাতায় ৩ এবং উত্তর ২৪ পরগণায় ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৭ হাজার ৮৫২, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ৪১৫। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,৪৬৬ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ২৬০ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০৮৯ এবং ৪৭৫৬ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –৮
সুস্থ হলেন –৭
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –১৫
সুস্থ হলেন –১৫
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –৪১
সুস্থ হলেন –৩৭
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –৩
সুস্থ হলেন –৭
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –২১
সুস্থ হলেন –২১
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত –২
সুস্থ হলেন –৩
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১০
সুস্থ হলেন –১৩
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৯
সুস্থ হলেন –১০
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -৩
সুস্থ হলেন –৪
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -৬৪
সুস্থ হলেন –৫৩
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –১৩
সুস্থ হলেন –৯
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –১১
সুস্থ হলেন –১৭
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত -৩২
সুস্থ হলেন –৩০
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১৪
সুস্থ হলেন –২১
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -১
সুস্থ হলেন –২
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –২৫
সুস্থ হলেন –৩০
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত–৩০
সুস্থ হলেন –৩৩
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত –৮
সুস্থ হলেন –৯
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৫৪
সুস্থ হলেন –৫৬
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৫৪
সুস্থ হলেন -৫৫
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –৬৯
সুস্থ হলেন –৫৪
এই জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে নদিয়া ও দক্ষিণ ২৪ পরগণায় এবং একজনের মৃত্যু হয়েছে হাওড়ায়।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।