শনিবার মধ্যরাত থেকে আট ঘণ্টার ট্রাফিক ব্লক হাওড়ায়, একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন

0
প্রতীকী ছবি

হাওড়া: রক্ষণাবেক্ষণের জন্য শনিবার মধ্যরাত থেকে পরবর্তী আট ঘণ্টা, অর্থাৎ রবিবার সকাল আটটা পর্যন্ত হাওড়ার প্যাসেঞ্জার ইয়ার্ডে ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে একাধিক ট্রেন আংশিক বা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

পূর্ব রেলের তরফে এই খবর জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে এই পাওয়ার ব্লকের জেরে বাতিল করা হয়েছে দু’টি লোকাল ট্রেন।

রবিবার, ১ ডিসেম্বর, ৩৮৪০৮ পাঁশকুড়া-হাওড়া লোকাল এবং ৩৮৪০৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে। এ ছাড়া ওই দিন ১২৮৭১ ইস্পাত এক্সপ্রেস সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

অন্য দিকে সময়সূচি পরিবর্তন করা হয়েছে ১২৭০৩ ফলকনুমা এক্সপ্রেসেরও। ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে।

আরও পড়ুন ধর্মনিরপেক্ষতা কাকে বলে? প্রশ্ন শুনে সাংবাদিককে পালটা প্রশ্ন ছুড়ে দিলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী

পাশাপাশি ১২৮৫৭ তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়ার পরিবর্তে রবিবার সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে।

সব মিলিয়ে রবিবার সকালে এই সব ট্রেনে যাঁরা যাবেন, তাঁদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.