খবরঅনলাইন ডেস্ক: কোভিডের (Covid 19) আবহে স্বাস্থ্যবিধি মেনে মানুষজন ভ্রমণে বেরোচ্ছেন। দীর্ঘদিন লকডাউনে থাকার পর রাজ্যের প্রায় সব পর্যটন স্থলই এখন ‘আনলক’ হয়েছে। এই পরিস্থিতিতে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ পর্যটন নিগমও।
গত ৮ জুন, রাজ্যের পাঁচটি জায়গায় টুরিস্ট লজ খুলে দেওয়া হয়েছিল। ১ জুলাই খুলে দেওয়া হয় আরও পাঁচটি টুরিস্ট লজের দরজা। সব মিলিয়ে দশটি টুরিস্ট লজ, গত দু’মাস ধরে খোলা ছিল রাজ্যে।
তবে নতুন নির্দেশিকায় আরও একাধিক লজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য ব্যাপার হল, এই নির্দেশিকায় উত্তরবঙ্গের একাধিক জায়গার লজ খুলে দেওয়া হয়েছে। বর্তমান নির্দেশিকার পর রাজ্যের যে যে টুরিস্ট লজ খোলা হয়েছে তার তালিকাটা দেখে নিন।
১) অরণ্য ট্যুরিজম প্রপার্টি (জলদাপাড়া)
২) মূর্তি ট্যুরিজম প্রপার্টি
৩) বোহর ট্যুরিজম প্রপার্টি (বহরমপুর)
৪) শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি (শান্তিনিকেতন)
৫) বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি
৬) বালুতট ট্যুরিজম প্রপার্টি (বকখালি)
৭) দীঘালি ট্যুরিজম প্রপার্টি ( দিঘা টুরিস্ট লজ)
৮) সাগরিকা ট্যুরিজম প্রপার্টি (ডায়মন্ড হারবার)
৯) মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি (ব্যারাকপুর)
১০) মেঘবালিকা ট্যুরিজম প্রপার্টি (দার্জিলিং)
১১) মৃত্তিকা ট্যুরিজম প্রপার্টি (মেদিনীপুর)
১২) রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি (শান্তিনিকেতন)
১৩) মর্গ্যান হাউজ কটেজ (কালিম্পং)
১৪) তিলোত্তমা ট্যুরিজম প্রপার্টি (টিলাবাড়ি, লাটাগুড়ি)
১৫) বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি (বাতাবাড়ি, লাটাগুড়ি)
১৬) ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিজম কমপ্লেক্স
১৭) মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি (মাইথন)
১৮) মর্গ্যান হাউজ ট্যুরিজম প্রপার্টি (কালিম্পং)
সব লজেই আপাতত একমাসের অগ্রিম বুকিং করা যাবে। মনে করা হচ্ছে, অক্টোবরে আরও কয়েকটি লজের দরজা খুলে দেওয়া হতে পারে পর্যটকদের জন্য। ফলে পুজোর ছুটিতে বেড়ানোপ্রেমী মানুষ ভ্রমণ বেরিয়ে পড়বেন, তা বলাই বাহুল্য।
আরও পড়তে পারেন
ভয়কে জয় করে ঘুরে এলাম মাইথন, সপরিবার
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।