উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দোল উৎসবে কেমিক্যালযুক্ত আবিরের পরিবর্তে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে। সোনারপুরের এক দল মহিলা এই সুযোগকে কাজে লাগিয়ে বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন। মন্দিরের পুজোর ফুল, বিভিন্ন গাছের পাতা ও ফুল থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তাঁরা আবির তৈরি করছেন।
এই মহিলারা গৃহস্থালির কাজ সামলে একত্রিত হয়ে কাঁচামাল সংগ্রহ, আবির তৈরি, ওজন ও প্যাকেজিং—সবটাই নিজেরাই করছেন। তাঁদের কেউ কেউ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়েছেন, আবার অনেকে বিজ্ঞান মঞ্চের সহায়তায় শিখেছেন এবং অন্যদের শেখাচ্ছেন।
গত পাঁচ বছর ধরে তাঁরা ভেষজ আবির তৈরি করছেন এবং এবারও বাজার থেকে ভালো অর্ডার পেয়েছেন। ইতিমধ্যে তাঁরা ১০০ কেজির বেশি আবির তৈরি করেছেন, যা বাজারেও বিক্রি হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর আরও মহিলারা এতে যোগ দিচ্ছেন এবং আগামী বছর থেকে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।
তাঁদের তৈরি ভেষজ আবির সাধারণ আবিরের তুলনায় তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের আকর্ষণ করছে। বিক্রি থেকে পাওয়া আয় সংসারের কাজে ব্যবহার করছেন তাঁরা। এই উদ্যোগ মহিলাদের বিকল্প কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করেছে।