Minor Marriage
বিডিওর কার্যালয়ে অতসী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: নাবালক মেয়ে নিজেই নিজের বিয়ে আটকানোর জন্য প্রশাসনের দারস্থ হল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। শুধু তাই নয়, বিয়ে আটকে সে সটান হাজির পরীক্ষা কেন্দ্রেও।

জানা গিয়েছে, কুলতলির পালেরচক এলাকার মেয়ে অতসী হালদার জামতলা ভগবান চন্দ হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়ে। বাবা সঞ্জয় হালদারের চার মেয়ের মধ্যে অতসী বড় মেয়ে। বাড়ির চাপে সে বিয়েতে রাজি হলেও মন থেকে মেনে নিতে পারেনি।

Minor-Marriage

অতসীর পরিবার সূত্রে খবর, বুধবারই ছিল তার বিয়ের পাকাদেখা। তাই আর দেরি না করে সে স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষের সঙ্গে যোগাযোগ করে। অতসীর কথা শুনে শান্তনুবাবু  বিডিও এবং থানার সঙ্গে যোগাযোগ করে এই বিয়ে বন্ধ করেন।

আরও পড়ুন: লালগড়ে ৭ শবরের অকাল মৃত্যু নিয়ে চাপান-উতোর অব্যাহত

বিডিও বিপ্রতীম বসাক বলেন, “অতসীর বাবা ও মাকে ডেকে আমরা বোঝালে ওর বাবা এই বিয়ে বন্ধ করে দিতে রাজি হন।বুধবার সে পরীক্ষায়ও দিয়েছে। তার এই কাজে খুশি সবাই”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here