Sundarban

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এলাকায় নতুন একটি আর্বোরেটাম গড়তে চলেছে রাজ্য বন দফতর। আর্বোরেটাম হল উদ্ভিদবিদ্যা অনুশীলনের উপযোগী উদ্যান। এই উদ্যানে সুন্দরবনের ম্যানগ্রোভ প্রজাতির গাছ রাখা হবে।

প্রশাসন সূত্রে খবর, সুধনাখালি ওয়াচ টাওয়ারের পাশে এই উদ্যান তৈরি করা হবে। এই ওয়াচ টাওয়ার থেকে নানা বন্য প্রাণীও দেখা যাবে সহজেই।

ম্যানগ্রোভ প্রজাতির প্রায় ৪৫ রকমের ঝোপ ও গাছ আছে । এর মধ্যে প্রায় ৩৪ প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে। ভারতের আর কোনো ম্যানগ্রোভ বনা্চলে এই বৈচিত্রের সমাহার দেখতে পাওয়া যায় না।


পড়তে পারেন: মায়ের শ্লীলতাহানি, মারের জেরে অসুস্থ শিশুর মৃত্যুর অভিযোগে গ্রেফতার হাসপাতাল কর্মী

এই উদ্যানটি তৈরি করতে এবং বিভিন্ন উদ্ভিদগুলিকে চিহ্নিত করতে বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সহযোগিতা নেওয়া হবে। সুন্দরবনে প্রতি বছর পর্যটক সংখ্যা বাড়ছে। তাদের কাছে ম্যানগ্রোভ সম্পর্কে আরও তথ্য তুলে ধরতে সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, বকখালিতে যে আর্বোরেটামটি রয়েছে, সেটির উন্নয়নের কথাও ভাবছে বন দফতর।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন