রাজ্য
কাঁকুড়গাছিতে স্কুলবাসে ধাক্কা সরকারি বাসের, আহত পাঁচ পড়ুয়া
ওয়েবডেস্ক: বুধবার সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। এই ঘটনায় মোট পাঁচ জন স্কুলপড়ুয়া আহত হয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্কুলপড়ুয়া এবং তাদের অভিভাবকরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সরকারি বাসের চালকের ভুলেই এই ঘটনাটি ঘটেছে। ওই বাসটি গঙ্গাসাগর যাচ্ছিল। সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি কমাতে শহরের রাস্তায় আলাদা লেন দিয়ে চলে গঙ্গাসাগরগামী বাস। Loading videos… আরও পড়ুন অতীতের ৪টি […]


ওয়েবডেস্ক: বুধবার সাতসকালে দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। এই ঘটনায় মোট পাঁচ জন স্কুলপড়ুয়া আহত হয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্কুলপড়ুয়া এবং তাদের অভিভাবকরা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সরকারি বাসের চালকের ভুলেই এই ঘটনাটি ঘটেছে। ওই বাসটি গঙ্গাসাগর যাচ্ছিল। সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি কমাতে শহরের রাস্তায় আলাদা লেন দিয়ে চলে গঙ্গাসাগরগামী বাস।
আরও পড়ুন অতীতের ৪টি ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ
কিন্তু বুধবার সকালে গঙ্গসাগর যাওয়ার পথে কাঁকুড়গাছি রেলব্রিজের কাছে ভুল লেনে ঢুকে পড়ে ওই সরকারি বাসটি। তখন উলটো দিক থেকে আসছিল একটি বেসরকারি স্কুল বাস। দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারও আঘাত সে ভাবে গুরুতর নয় বলেই জানা গিয়েছে।
রাজ্য
Bengal Corona Update: হুহু করে বাড়ছে সংক্রমণ, তার মধ্যেও সামান্য কমল সংক্রমণের হার
কলকাতায় আক্রান্ত প্রায় ২ হাজার।


খবরঅনলাইন ডেস্ক: শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে সামান্য একটা ইতিবাচক দিক খুঁজে পাওয়া গিয়েছে। সেটা হল সংক্রমণের হারের কিছুটা পতন। এর বাইরে অবশ্য সব কিছুই খারাপ। দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে ৮ হাজারের কাছাকাছি চলে গেল। তবে গতিপ্রাপ্ত হয়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। মৃতের সংখ্যা বাড়লেও, মৃত্যুহার ক্রমশ কমছে রাজ্যে।
রাজ্যের কোভিড-তথ্য
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ৭,৭১৩ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ৫১ হাজার ৫০৮।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৪২৬ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। ফলত এ দিন মৃত্যুহার ছিল ০.৪৪ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১০ হাজার ৫৪০ জন।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৪৫ হাজার ৩০০ জন। গত ২৪ ঘণ্টায় ৪,২৫৩ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯১.৪৩ শতাংশ। সংক্রমণের এত বৃদ্ধির পরেও রাজ্যের সুস্থতার হার জাতীয় গড়ের থেকে বেশিই রয়েছে।
দৈনিক সংক্রমণের হার নামল ১৬ শতাংশে
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ৯৭১টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১৬.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হারটি ১ শতাংশ কমেছে।
গত বছর জুলাইয়ে একটা সময়ে রাজ্যে সংক্রমণের হার ১৭ শতাংশে উঠে গিয়েছিল। শুক্রবার সংক্রমণের হার সেই রেকর্ডটি ছুঁয়ে ফেলেছিল। বর্তমান ঢেউয়ে দেখা যাচ্ছে অনেক রাজ্যেই সংক্রমণের হার ২৫ শতাংশে গিয়ে থিতু হয়েছে। এমনকি পড়শি বাংলাদেশেও সংক্রমণের হার ২৫ শতাংশে উঠে গিয়েছিল। তাই শনিবার সংক্রমণের হার কমলেও আগামী দিনে তা আরও বাড়তেই পারে।
রাজ্যের সামগ্রিক সংক্রমণের হার বর্তমানে রয়েছে ৬.৬৭ শতাংশ। শনিবার পর্যন্ত মোট ৯৭ লক্ষ ৬২ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে।
হাসপাতাল শয্যা-তথ্য
বর্তমানে রাজ্যে কোভিড-শয্যার সংখ্যা ৭,৬৭৬। বর্তমানে ৩৯.৫৯ শতাংশ বেড ভরতি রয়েছে। তবে কলকাতায় বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা প্রায় নেই বললেই চলে। পরিস্থিতি মোকাবিলার জন্য এক সপ্তাহের মধ্যে বেডের সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় দৈনিক সংক্রমণ রেকর্ড করেই চলেছে। কলকাতায় নতুন করে আক্রান্ত ১,৯৯৮ জন এবং উত্তর ২৪ পরগণায় ১,৬৯৩ জন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৮৩৭ এবং ৭৪৩ জন। কলকাতা ১০ এবং উত্তর ২৪ পরগণায় ৮ জন কোভিডরোগীর মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৮০০, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ৪০ হাজার ৫৭২। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১২ হাজার ৬৪২ জন এবং উত্তর ২৪ পরগণায় ৯ হাজার ৯৩৮ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,২০১ এবং ২,৫৮৮ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
রাজ্যে বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, তার তালিকা দেওয়া হল নীচে। সংশ্লিষ্ট জেলাগুলিতে এ দিন কত জন আক্রান্ত হয়েছেন, সেই তথ্য দেওয়া হল ব্র্যাকেটে।
১) দক্ষিণ ২৪ পরগণা (৪৯১)
২) হাওড়া (৪৩২)
৩) বীরভূম (৪০৬)
৪) মালদা (৩৪৪)
৫) হুগলি (৩২১)
৬) পশ্চিম বর্ধমান (৩১০)
৭) পূর্ব বর্ধমান (২৬৯)
৮) নদিয়া (২৬১)
৯) মুর্শিদাবাদ (২৫৭)
১০) পুরুলিয়া (২৪৭)
১১) পূর্ব মেদিনীপুর (১৬৫)
১২) দার্জিলিং (১৪১)
১৩) পশ্চিম মেদিনীপুর (৮৪)
১৪) উত্তর দিনাজপুর (৭৭)
১৫) জলপাইগুড়ি (৭৬)
১৬) বাঁকুড়া (৭০)
১৭) দক্ষিণ দিনাজপুর (৪৪)
১৮) কোচবিহার (৩৭)
১৯) আলিপুরদুয়ার (২৫)
২০) কালিম্পং (১৪)
২১) ঝাড়গ্রাম (৪)
দঃ ২৪ পরগনা
গুজরাত রেল পুলিশ ক্যানিং থেকে উদ্ধার করল ৮ কেজি চোরাই সোনার গয়না
প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের আট কেজি সোনার গয়না উদ্ধার করল গুজরাত রেল পুলিশ।


উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: বারুইপুর জেলা পুলিশের ক্যানিং থানার সহযোগিতায় গুজরাত রেল পুলিশ উদ্ধার করল আট কেজি চোরাই সোনার গয়না। এই ঘটনায় ধৃত দুই।
ঘটনায় প্রকাশ,বারুইপুর পুলিশ জেলার আওতাধীন ক্যানিং থানার পুলিশের সহযোগিতায় প্রায় আট কেজি সোনার গয়না-সহ দু’জনকে গ্রেফতার করেছে গুজরাত রেল পুলিশের স্পেশাল টিম।
ধৃতরা হল অশোক সরকার ও বিজন হালদার। ধৃতদের বাড়ি ক্যানিংয়ের বাহিরবেনা ও থুমকাঠি এলাকায়। উদ্ধার হওয়া সোনার গয়নার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ এপ্রিল গুজরাতে একটি চলন্ত ট্রেন থেকে ওই বিপুল পরিমাণ সোনার গয়না চুরি হয়। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে গুজরাত রেল পুলিশ। তারা সূত্র মারফত খবর পায় ধৃত ওই দু’জনের। তাদের বাড়ির ঠিকানাও জোগাড় করে গুজরাত রেল পুলিশ। শুরু হয় তদন্ত।
তদন্তের অগ্রগতি হতেই গুজরাত রেল পুলিশ বারুইপুর পুলিশ জেলার অধীন ক্যানিং থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেই মতো শুক্রবার রাতেই গুজরাত রেল পুলিশ রাজ্যে আসে। শুক্রবার রাতেই ক্যানিং থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।
উদ্ধার হয় প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের আট কেজি সোনার গয়না। ঘটনায় দুই অভিযুক্ত বিজন হালদার ও অশোক সরকারকে গ্রেফতার করে গুজরাত পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়তে পারেন: ‘ফোন ট্যাপ করা হচ্ছে, সিআইডি তদন্তের নির্দেশ’ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্য
Bengal Polls 2021: ভোটের শেষ লগ্নে অসুস্থ মদন মিত্র
অক্সিজেন নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন মদন। শ্বাসকষ্টও অনেকটাই কমেছে।


খবর অনলাইন ডেস্ক: শনিবার পঞ্চম দফার ভোটগ্রহণের শেষ লগ্নে অসুস্থ হয়ে পড়লেন কামারহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)।
ঘটনায় প্রকাশ, সন্ধ্যেয় আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন। এমনিতেই তাঁর গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে দলীয় কার্যালয়েই অক্সিজেন দেওয়া হয়।
ঘটনাস্থলে আসেন দু’জন চিকিৎসক। আচমকা কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেটাই দেখেন চিকিৎসকেরা।
এ দিন সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন মদন। আড়িয়াদহের একটি বুথে ঢোকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সারাটা দিন গোটা এলাকা কার্যত চষে বেড়ান।
বিকেলে গঙ্গার ধারে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করেন। তিনি বলেন, “এখন সাঙ্গ হল খেলা, একেবারে খেলা শেষ, এখন মনের আনন্দে হোলি খেলব”। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে এক হাত নিয়ে বলেন, “তুমি মাইনে পাও। আমি পয়সা দিয়ে ক্যান্ডিডেট হয়েছি। আমি গণতন্ত্রের আসল পাহারাদার”। সন্ধ্যায় কামারহাটির তৃণমূল কার্যালয়ে ফিরলে অসুস্থ বোধ করেন।
অক্সিজেন নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন মদন। শ্বাসকষ্টও অনেকটাই কমেছে। আপাতত তাঁকে হাসপাতালে ভরতি করার প্রয়োজন না থাকলেও চিকিৎসকের পর্যবেক্ষণেই রাখা হচ্ছে।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: বুক পকেট সার্চ কেন্দ্রীয় বাহিনীর! হুঙ্কার মদন মিত্রের
-
রাজ্য11 hours ago
Bengal Polls Live: পৌনে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৭৮.৩৬ শতাংশ
-
শিক্ষা ও কেরিয়ার23 hours ago
ICSE And ISC Exams: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল আইসিএসই বোর্ড
-
ক্রিকেট24 hours ago
IPL 2021: দীপক চাহরের বিধ্বংসী বোলিং, চেন্নাইয়ের সামনে মুখ থুবড়ে পড়ল পঞ্জাব
-
মুর্শিদাবাদ15 hours ago
Coronavirus Second Wave: কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজ্যের আরও এক প্রার্থী