বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রশাসনিক বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নদিয়ার শিল্পতালুক কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চে মন্ত্রী-আমলাদের নিয়ে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। কৃষি, সেচ, পরিবহণ, সড়ক, পানীয় জল সহ নদিয়া জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচন হয় এই বৈঠকে। এদিন জেলার ৩৬ টি প্রকল্পের উদ্বোধনও করেন তিনি।
এদিন বৈঠক শেষে সাংবাদিক সন্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রতি কেন্দ্রের বৈষম্য করছে কেন্দ্র। এই বৈষম্যকে তিনি ভালো চোখে দেখছেন না । মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ১০০ দিনের কাজ ,কন্যাশ্রী , যুবশ্রী , নির্মল বাংলা, সবুজ সাথীর মত একাধিক প্রকল্পের রূপায়ণে রাজ্যের মধ্যে এগিয়ে এই জেলা । অথচ নদিয়া জেলার জাতীয় সড়কের অবস্থা বেহাল। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো সত্বেও গত চার বছরে কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ক্ষোভ, প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনার প্রতিদিন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে, যেখানে পঞ্চাশ শতাংশ রাজ্য এবং বাকী পঞ্চাশ শতাংশ কেন্দ্রের তহবিল থেকে খরচ হয়ে থাকে। কিন্তু এই যোজনায় কৃতিত্ব নিয়ে যাচ্ছে কেন্দ্র ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।