কলকাতা: গত ২০১৩ সালের ৩১ মে কলকাতায় বিদেশিনি ধর্ষণের ঘটনার রায় শোনালেন আলিপুর আদালতের আট নম্বর এডিজে সঞ্জীব দারুকা। অভিযুক্ত সুজয় মিত্রকে দোষী সাব্যস্ত করে বিচারক তাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এ ছাড়া দু’লক্ষ টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে আর এক বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়।
ঘটনার দিন পার্কস্ট্রিটের একটি নাইট ক্লাবে ওই আইরিশ যুবতীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত সুজয়ের। নাইট ক্লাব থেকে বেরিয়ে তারা শহরের বিভিন্ন জায়গায় ঘোরে এবং মাদক নেয় ।এর পর সুজয় নির্যাতিতাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছিল।
জানা গিয়েছিল, পর দিন ভোরে নির্যাতিতার জ্ঞান ফিরলে তিনি দেখেন যে তাঁর পরনে কোনো পোশাক নেই। এমনকী তাঁর গোপনাঙ্গ স্পর্শ করে পাশে শুয়ে আছে ওই যুবক। তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তের কাজ শুরু করে কালীঘাট থানা। জানা যায়, নির্যাতিতা ট্যুরিস্ট ভিসায় কলকাতায় আসেন।প্রায় ছ’মাস তিনি দার্জিলিংয়ে একটি এনজিওতে কাজ করেছিলেন। এই মামলায় আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয়। এমনকী ভিডিও কনফারেন্সেও দু’বার সাক্ষী নেওয়া হয়।