হাসিমারায় বিমানবন্দর তৈরির জন্য রাজ্যের কাছে জমি চাইল কেন্দ্র

0

আলিপুরদুয়ার: পর্যটনপ্রেমীদের জন্য সুখবর! এ বার হাসিমারায় গড়ে উঠবে উত্তরবঙ্গের দ্বিতীয় বিমানবন্দর। বায়ুসেনার বিমান ঘাঁটিকে ব্যবহার করে সাধারণ মানুষের জন্য একটি আলাদা এরারপোর্ট তৈরির জন্য রাজ্য সরকারের কাছে জমি চাইল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে একটি চিঠি দিয়েছেন। কেন্দ্র হাসিমারাতে বিমানবন্দর গড়ে তোলার জন্য জমি চাওয়া হয়েছে রাজ্যের কাছে।

জানা গিয়েছে, যতদিন না বিমান ওঠানামর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে ততদিন হাসিমারা সামরিক বিমানঘাঁটিকেই ব্যবহার করার পরিকল্পনা রয়েছে অসামরিক বিমান মন্ত্রকের।

বায়ুসেনার অধীনে এই বিমানঘাটির রানওয়ে লম্বায় ২৭৪০ মিটার দীর্ঘ আর চাওড়ায় ৪৫ মিটার। এ ধরণের পরিকাঠামো কোড-সি বিমানের জন্য যথেষ্ট।

আরও পড়তে পারেন

হোটেল-রেস্তরাঁয় পরিষেবা ফি থেকে মুক্তি! কী নির্দেশ দিল কেন্দ্র

কী সুবিধা হবে

হাসিমারায় বিমানবন্দর হলে উপকৃত হবে ভুটান, অসম, কোচবিহার,আলিপুরদুয়ার-সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। দূরযাত্রার জন্য আর বাগডোগরা কিংবা অসমের রূপসী বিমানবন্দরে যেতে হবে না।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন