Homeরাজ্যআলিপুরদুয়ারহলং বনবাংলোর আগুন দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? রহস্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন বনমন্ত্রীর

হলং বনবাংলোর আগুন দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? রহস্য উদঘাটনে তদন্ত কমিটি গঠন বনমন্ত্রীর

প্রকাশিত

মঙ্গলবার রাতে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা কাঠের হলং বনবাংলো মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে বিভিন্ন মহলে চলছে চর্চা, দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত – তা নিয়ে কানাঘুষো অব্যাহত। এই পরিস্থিতিতে সত্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করেছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।

মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ এই কাঠের বাংলোতে আগুন লাগে এবং দ্রুত গোটা বাংলো পুড়ে যায়। কীভাবে আগুন লাগল এবং ঠিক কী ঘটেছিল সেই রাতে তা জানতে বনমন্ত্রী একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিতে রয়েছেন মুখ্য বনপাল, ডিএফও, এবং ওই বাংলো এলাকার ফরেস্ট রেঞ্জারসহ আরও কয়েকজন। সল্টলেকে বনবিভাগের দফতরে আজ দুপুরে বৈঠকে বসে এই কমিটি। প্রয়োজনে আগামিকালই ঘটনাস্থলে যাবেন তদন্ত কমিটির সদস্যরা।

বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “গোটা ঘটনায় অনেকেই হলং বাংলোর কর্মীদের উপর দায় চাপাচ্ছেন। কিন্তু আমি ওদের পাশে আছি। যাঁরা ওদের বিরুদ্ধে যাবে আমি তাঁদের বিপক্ষে যাব।” তবে এই অগ্নিকাণ্ড নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছিল, এবং মঙ্গলবারও দিনভর বৃষ্টি হয়েছিল।

বিধ্বংসী আগুনে ভস্মীভুত হয়ে গেল জলদাপাড়ার হলং বনবাংলো

ঠিক যে সময়ে আগুন দেখতে পান কর্মীরা, সেই সময়ে লোডশেডিং ছিল বলে জানা গেছে। তাহলে লোডশেডিংয়ের সময় শর্ট সার্কিট হল কীভাবে? বৃষ্টির মধ্যে এত বড় বাংলো পুড়ে যাওয়াও রহস্যজনক। এই ঘটনা দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত, তা নিয়ে সন্দিহান তদন্ত কমিটি। তবে শীঘ্রই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

তদন্ত কমিটি শীঘ্রই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করবে এবং সমস্ত তথ্য সংগ্রহ করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করবে। বাংলো পুড়ে যাওয়ার ফলে হওয়া ক্ষতি এবং এর পিছনের কারণ সম্পর্কে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিকতম

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

উত্তর-দক্ষিণবঙ্গ সংযোগে নতুন দিগন্ত: শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালু হচ্ছে ২০ জুন

উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে চালু হচ্ছে শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। নশিপুর রেলসেতু হয়ে প্রথম এক্সপ্রেস পরিষেবা।

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম...

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ জুন থেকে গোটা পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রাও নামবে উল্লেখযোগ্যভাবে।

আরও পড়ুন

নির্বাচনের ঢাকে কাঠি: মোদীর আক্রমণের পাল্টা জবাব মমতার

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের অনেক দেরি থাকলেও বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কার্যত নির্বাচনী লড়াই শুরু হয়ে গেল। আলিপুরদুয়ারে মোদীর আক্রমণের জবাবে নবান্ন থেকে জবাব দিলেন ক্ষুব্ধ মমতা।

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে