গাছ বাঁচানোর অভিনব উদ্যোগ নিয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। গাছ সংরক্ষণের জন্য ‘ট্রি টপ প্ল্যান্টেশন’ প্রকল্প শুরু হয়েছে জলদাপাড়ায়। এটা ভারতের মধ্যে এমন প্রকল্প প্রথমবার।
জলদাপাড়া অভয়ারণ্যের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাইকাস প্রজাতির গাছ। বট, অশ্বত্থ, পাকুরের মতো গাছের চারা জঙ্গলের তৃণভোজী প্রাণীরা খেয়ে ফেলছে। ফলে চারা গাছ বড়ো হয়ে উঠতে পাচ্ছে না। বেশ কয়েক বছর ধরে জলদাপাড়া অভয়ারণ্যে উল্লেখযোগ্য ভাবে কমেছে বট, অশ্বত্থের মতো গাছের সংখ্যা। এতে জঙ্গলের জীববৈচিত্র্য ধাক্কা খাচ্ছে। কারণ, এসব গাছের ফল খেয়ে বেঁচে থাকে বিভিন্ন প্রজাতির পশুপাখি।
তাই বন দফতর জলদাপাড়া অভয়ারণ্যে ‘ট্রি টপ প্ল্যান্টেশন’ বা গাছ সংরক্ষণের উপায় চালু করেছে। এসব প্রজাতির গাছের চারা মাটিতে বসিয়ে সার দিয়ে পাটের ব্যাগে ভরে জঙ্গলের উঁচু গাছের ডালে বসিয়ে রাখা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে জঙ্গলের বড়ো বড়ো ফল দেয় না এমন গাছকে চিহ্নিত করা হচ্ছে। গাছের চারা যাতে পর্যাপ্ত জল পায় সে জন্য এই প্রকল্প বর্ষার মরসুমে শুরু করেছে বন দফতর।
জলদাপাড়া অভয়ারণ্যের ৫টি রেঞ্জ—জলদাপাড়া নর্থ, জলদাপাড়া ইস্ট, জলদাপাড়া ওয়েস্ট, চিলাপাতা ও কোদালবস্তিতে নয়া প্রকল্পের আওতায় শতাধিক গাছের চারা পোঁতা হয়েছে। গাছের চারা কতটা বাড়ল তার জন্য জিপিএস প্রযুক্তির সাহায্য নিচ্ছে বন দফতর। বন দফতরের কর্মী ও আধিকারিকদের আশা এই পদ্ধতিতে একদিন ‘সবুজ বিপ্লব’ হবে জলদাপাড়া অভয়ারণ্যে।