cpim
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: বামেদের মিছিল আটকাল পুলিশ। ফলে ফের আর একবার উত্তেজনা তৈরি হল উত্তর ২৪ পরগণার আমডাঙায়।

গত মঙ্গলবার থেকে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে আমডাঙা। সিপিএমের অভিযোগ, শাসকদলের নির্দেশে বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেফতার করেছে পুলিস। তারই প্রতিবাদে এ দিন দুপুরে সিপিএম নেতা মহম্মদ সেলিমের নেতৃত্বে আমডাঙায় মিছিল কর্মসূচি ছিল বামেদের।

আরও পড়ুন সমাজকর্মী গ্রেফতারে পুলিশকে তুলোধোনা বম্বে হাইকোর্টের

আমডাঙা থানার এক দিকে রয়েছে সন্তোষপুর, অন্য দিকে আওয়াল সিদ্ধি মোড়। দুই দিক থেকেই বাম নেতা-কর্মীরা থানার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। আওয়াল সিদ্ধি মোড়ে পুলিশের বাধায় আটকে পড়েন হাবড়ার প্রাক্তন বিধায়ক প্রণব ভট্টাচার্য-সহ অন্য নেতারা। তাঁদের সঙ্গে পুলিশের বচসা হয়। সন্তোষপুর মোড়েও বাম নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বচসা হয়েছে।

অন্য দিকে ধৃত সিপিএম নেতার মুক্তির দাবিতে বারাসত আদালতেও বিক্ষোভ দেখিয়েছেন সিপিএম কর্মী-সমর্থকরা।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন