পশ্চিমবঙ্গে বেড়েছে বামেদের প্রভাব? খোঁজ নেবেন অমিত শাহ

0

কলকাতা: সাম্প্রতিক নির্বাচনগুলিতে বামেদের সাফল্য বিজেপিকে চাপে ফেলে দিয়েছে। ঠিক সেই কারণেই পশ্চিমবঙ্গের কোন জেলায় বামেদের সংগঠন এবং প্রভাব বেড়েছে, সেই ব্যাপারে খোঁজখবর নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার কলকাতায় বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসবেন শাহ। সেই বৈঠকে জেলা ভিত্তিক রিপোর্ট দেওয়ার কথা বিজেপি নেতাদের। কোন কোন বিষয়ে রিপোর্ট দিতে হবে তার তালিকাও পাঠানো হয়েছে বাছাই করা জেলা নেতাদের। সেই তালিকায় প্রশ্ন থাকছে এ রকম— সাম্প্রতিক সময়ে বামেদের শক্তি বৃদ্ধি হয়েছে কিনা, হয়ে থাকলে কতটা হয়েছে।

রাজনৈতিক নেতাদের মতে, এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কলকাতা পুরভোট থেকে শুরু করে বিভিন্ন উপনির্বাচন এবং জেলার পুরভোটে মোটের ওপরে বিজেপিকে সরিয়ে বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসার প্রবণতা দেখা গিয়েছে। রাজনৈতিক চর্চাকারীদের দাবি, এই প্রবণতা গেরুয়া শিবিরে দুশ্চিন্তা জাগিয়েছে। সেই কারণেই দলের জাতীয়স্তরের অন্যতম শীর্ষ নেতা এ বার বামেদের সংগঠন নিয়েও খোঁজ শুরু করেছেন বলে দাবি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পর থেকে দল ছাড়ার প্রবণতা শুরু হয়। একাধিক জনপ্রতিনিধি থেকে জেলার বড় নেতারা দল ছেড়ে দিয়েছেন। বেশিরভাগই দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে।

এছাড়া, কোন জেলায় কত নেতা দল ছাড়ল তার তালিকাও চাওয়া হয়েছে অমিত শাহের অফিস থেকে। কর্মীদের কতজন দল ছেড়ে গিয়েছেন, কতজন ‘বসে’ রয়েছেন, জেলা সভাপতিদের সে তথ্যও জানাতে হবে কলকাতায় শাহি-বৈঠকে। পাশাপাশি, আগামী লোকসভা ভোটের দিকে চোখ রেখে জেলার সাংগঠনিক দুর্বল বুথের তথ্যও জানতে চেয়েছেন অমিত শাহ, দাবি বিজেপি সূত্রের।

আরও পড়তে পারেন:

ইউক্রেনের মানুষদের দুর্দশা অবিলম্বে শেষ হোক, যৌথ বিবৃতি ভারত আর ফ্রান্সের

শেষ দেখে ছাড়ব, বিজেপি-র অস্বস্তি জিইয়ে রাখলেন অর্জুন সিংহ

রাজীব গান্ধী হত্যা মামলা: ‘আদালত চোখ বন্ধ রাখতে পারে না’, দোষী সাব্যস্তের প্রাণভিক্ষার আবেদনে সুপ্রিম কোর্টের মন্তব্য

‘তাড়াহুড়ো করার কিছু নেই’, বাবুল সুপ্রিয়র বিধায়কপদে শপথ নিয়ে আশ্বস্ত করলেন রাজ্যপাল

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.