amitabh bachchan

কলকাতা: রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর নির্দেশে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিটের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনের নাম। এমনই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।

উপাচার্য জানিয়েছেন, কেউ অনুপস্থিত থাকলে তাঁকে কোনো ভাবেই ডিলিট দেওয়া হবে না, এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।শুক্রবার অমিতাভ জানিয়েছিলেন ৮ মে শুটিং থাকার ফলে ডিলিট নিতে আসা তাঁর পক্ষে সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিন নবনীতা দেবসেন, শিল্পী যতীন দাস এবং গায়ক অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়কেও ডিলিট দেওয়া হবে। অন্য দিকে হীরাচাঁদ দুগার স্মৃতি পুরস্কার দেওয়া হবে প্রবীণ শিল্পী রবীন মণ্ডলকে। রুমা গুহঠাকুরতা এবং নিরঞ্জন প্রধানকে দেওয়া হবে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকাডেমি অফ ড্যান্স ড্রামা অ্যান্ড ভিসুয়াল আর্টস’ পদক।

এ ছাড়াও অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হবে নৃত্যশিল্পী পূর্ণিমা ঘোষ এবং নাট্যাভিনেতা পঙ্কজকুমার মুনশিকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here