autism
অটিজম আক্রান্ত শিশু।

ওয়েবডেস্ক কলকাতার কাছেই বিশ্ব পর্যায়ের একটি অটিজম টাউনশিপ গড়ে উঠছে। এ ব্যাপারে এগিয়ে এসেছে একটি বেসরকারি সংস্থা। রাজ্য সরকারের সহযোগিতায় তারা আগামী পাঁচ বছরের মধ্যে এটি গড়ে তুলবে।

দক্ষিণ ২৪ পরগনার সিরাকোলে ৫২ একর জমির ওপর ‘ইন্ডিয়ান অটিজম সেন্টার’ নামে এই টাউনশিপ গড়ে উঠবে। ওই কেন্দ্রে অটিজম তথা আত্মমগ্নতা রোগে আক্রান্ত শিশু এবং পূর্ণবয়স্কদের চিকিৎসা, প্রশিক্ষণ এবং থাকার ব্যবস্থা থাকবে। ২০১৩ সালের কোম্পানি আইনের ৮ ধারা মতে এই কেন্দ্র হবে একটি ‘অলাভজনক সংস্থা’।

আরও পড়ুন কারা ছিল মুম্বই হামলার ষড়যন্ত্রী, পুরস্কার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

রাজ্য সরকার ও রত্নাবলী গ্রুপের যৌথ উদ্যোগে যে প্রকল্প গড়ে উঠছে তাতে টাউনশিপ নির্মাণ বাবদ ৫০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে বলে কোম্পানির এক আধিকারিক জানান। আগামী বছরের জানুয়ারিতে প্রকল্পটির সূচনা করা হবে বলে জানানো হয়েছে।

রত্নাবলী ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুরেশ সোমানি বলেন, চলতি বছরের গোড়ায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এই প্রকল্পের জথা ঘোষণা করা হয়েছিল। যে সব শিক্ষক অটিজম আক্রান্ত শিশু ও পূর্ণবয়স্কদের প্রশিক্ষণ দেবেন তাঁদেরও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে ওই কেন্দ্রে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here