ওয়েবডেস্ক: শুধুমাত্র ক্ষমতার লোভেই ‘ডুবন্ত জাহাজ’ তৃণমূলকে ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন অনেকে। টেলিতারকাদের বিজেপি-যোগের পরিপ্রেক্ষিতে এ ভাবেই দুই দলের দিকেই তোপ দাগলেন অপর্ণা সেন।
লোকসভা ভোটের পর দলবদল শুরু হয়েছিল। দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছিলেন একাধিক নেতা-কর্মী-বিধায়ক। রাজনৈতিক পালাবদলের সেই হাওয়া এসে লেগেছে টলিউডেও। বৃহস্পতিবারই পার্নো মিত্র, রূপাঞ্জনা মিত্র, ঋষি কৌশিক, বিশ্বজিৎ বন্দোপাধ্যায়-সহ টলিউডের ১২ জন তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সদস্যপদ গ্রহণ করেন তাঁরা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন।
আরও পড়ুন স্বাভাবিকের থেকে অনেক দ্রুত গতিতে গলছে আর্কটিক মহাসাগরের বরফ
আগামী ছবি ‘ঘরে বাইরে আজ’-এর প্রিমিয়ারের জন্য দিল্লি গিয়েছিলেন অপর্ণা সেন। সেখানেই এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। বিজেপিতে যোগদানকারী টলি তারকাদের এক হাত নিয়ে তিনি বলেন, “ওঁদের নিয়ে আমার কিছু বলার নেই। যে দিকে ক্ষমতা, মানুষ সে দিকেই যায়। তৃণমূল এখন ক্ষমতা হারাচ্ছে। তাই ওঁরা বিজেপিতে গিয়েছেন।”
সিপিএম ক্ষমতায় থাকাকালীন বেশির ভাগ টেলিতারকা তাদের দিকে ছিল, তার পর তৃণমূল আসার পর তাদের দিকে ঝুঁকলেন অধিকাংশ তারকা। এখন যখন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তখন একই রকম স্বপ্ন দেখছেন বিজেপিতে যোগদানকারী তারকারাও, এমনই মন্তব্য অপর্ণার।