Homeখবররাজ্যনতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে পরিবহণ দফতরের পোর্টালে

নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে পরিবহণ দফতরের পোর্টালে

প্রকাশিত

কলকাতা: গাড়ি চালানোর নতুন লাইসেন্স পেতে এ বার থেকে আবেদন করতে হবে পরিবহণ দফতরের ‘সারথি’ পোর্টালে। রাজ্যে গত কয়েক বছর ধরে অনেক ‘মোটর ট্রেনিং স্কুল’ গজিয়ে উঠেছে, যেখানে নতুন গাড়িচালকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শংসাপত্র পেয়ে যান শিক্ষার্থীরা। কিন্তু, অনেক ক্ষেত্রেই অর্থের বিনিময়ে এই সংস্থাগুলি লার্নার্স ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেয়, যার ফলে বহু ক্ষেত্রেই পথ দুর্ঘটনা ঘটে।

এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পরিবহণ দফতরের ‘সারথি’ পোর্টালে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার ব্যবস্থা চালু করা হয়েছে। রাজ্যে স্বীকৃত মোট ৫৪৭টি ‘মোটর ট্রেনিং স্কুল’ রয়েছে, যাদের সঙ্গে এই পোর্টাল যুক্ত করা হয়েছে। নতুন গাড়ি চালানো শিখতে ইচ্ছুক ব্যক্তিদের এই পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং তারা কোন সংস্থা থেকে প্রশিক্ষণ নিচ্ছেন, তা জানাতে হবে।

পরিবহণ দফতরের নির্দেশ অনুযায়ী, স্বীকৃত নয় এমন কোনও মোটর ট্রেনিং স্কুল থেকে শংসাপত্র নিলে তা লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে মোটর ট্রেনিং স্কুলগুলিকে অবগত করতে পরিবহণ দফতর একটি নির্দেশিকা তৈরি করেছে, যা খুব শীঘ্রই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পাঠানো হবে।

পরিবহণ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, একজন নতুন গাড়িচালককে ৩০ দিন গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হবে। এই সময়সীমা পূর্ণ না করলে নতুন চালককে লাইসেন্স দেওয়া যাবে না। সঠিক ভাবে প্রশিক্ষণ নেওয়ার পরেই নতুন চালকেরা লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, “নতুন গাড়ি চালকেরা যাতে সঠিক ভাবে রাস্তায় গাড়ি চালাতে পারেন এবং গাড়ি চালানোর আইন-কানুন সম্পর্কে সঠিক ধারণা পান, সেই জন্যই এই নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে। এতে মোটর ট্রেনিং স্কুল ও চালকদের সুবিধা হবে এবং পথ দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে।”

এই নতুন ব্যবস্থার ফলে গাড়ি চালানো শিখতে ইচ্ছুক ব্যক্তিরা আরও সঠিক এবং নিরাপদ উপায়ে প্রশিক্ষণ নিতে পারবেন এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন।

আরও পড়ুন। তিথির ফেরে বিকালে শুরু হতে পারে পুরীর রথযাত্রা

সাম্প্রতিকতম

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, কলকাতায় উষ্ণতম দিনের পূর্বাভাস

বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় আগামী ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহ হতে পারে। কলকাতায় বৃষ্টির আশা না থাকলেও থাকতে পারে অস্বস্তিকর গরম।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে