কলকাতা: গাড়ি চালানোর নতুন লাইসেন্স পেতে এ বার থেকে আবেদন করতে হবে পরিবহণ দফতরের ‘সারথি’ পোর্টালে। রাজ্যে গত কয়েক বছর ধরে অনেক ‘মোটর ট্রেনিং স্কুল’ গজিয়ে উঠেছে, যেখানে নতুন গাড়িচালকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শংসাপত্র পেয়ে যান শিক্ষার্থীরা। কিন্তু, অনেক ক্ষেত্রেই অর্থের বিনিময়ে এই সংস্থাগুলি লার্নার্স ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেয়, যার ফলে বহু ক্ষেত্রেই পথ দুর্ঘটনা ঘটে।
এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পরিবহণ দফতরের ‘সারথি’ পোর্টালে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার ব্যবস্থা চালু করা হয়েছে। রাজ্যে স্বীকৃত মোট ৫৪৭টি ‘মোটর ট্রেনিং স্কুল’ রয়েছে, যাদের সঙ্গে এই পোর্টাল যুক্ত করা হয়েছে। নতুন গাড়ি চালানো শিখতে ইচ্ছুক ব্যক্তিদের এই পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং তারা কোন সংস্থা থেকে প্রশিক্ষণ নিচ্ছেন, তা জানাতে হবে।
পরিবহণ দফতরের নির্দেশ অনুযায়ী, স্বীকৃত নয় এমন কোনও মোটর ট্রেনিং স্কুল থেকে শংসাপত্র নিলে তা লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে মোটর ট্রেনিং স্কুলগুলিকে অবগত করতে পরিবহণ দফতর একটি নির্দেশিকা তৈরি করেছে, যা খুব শীঘ্রই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পাঠানো হবে।
পরিবহণ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, একজন নতুন গাড়িচালককে ৩০ দিন গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হবে। এই সময়সীমা পূর্ণ না করলে নতুন চালককে লাইসেন্স দেওয়া যাবে না। সঠিক ভাবে প্রশিক্ষণ নেওয়ার পরেই নতুন চালকেরা লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, “নতুন গাড়ি চালকেরা যাতে সঠিক ভাবে রাস্তায় গাড়ি চালাতে পারেন এবং গাড়ি চালানোর আইন-কানুন সম্পর্কে সঠিক ধারণা পান, সেই জন্যই এই নতুন নির্দেশিকা তৈরি করা হয়েছে। এতে মোটর ট্রেনিং স্কুল ও চালকদের সুবিধা হবে এবং পথ দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে।”
এই নতুন ব্যবস্থার ফলে গাড়ি চালানো শিখতে ইচ্ছুক ব্যক্তিরা আরও সঠিক এবং নিরাপদ উপায়ে প্রশিক্ষণ নিতে পারবেন এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন।
আরও পড়ুন। তিথির ফেরে বিকালে শুরু হতে পারে পুরীর রথযাত্রা