একরত্তি সিরীয় ছেলেটার ধুলো আর রক্তমাখা মুখ তাঁর বুকে জ্বালা ধরিয়ে দিয়েছিল। মনের মধ্যে মোচড় দিয়ে উঠেছিল প্রতিবাদ। সেই প্রতিবাদকেই এ বার তুলির মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিল্পী সনাতন দিন্দা। একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিককে শিল্পী জানিয়েছেন, “টিভিতে ওমরান দাকনিশের ছবি দেখার পর থেকে আমার মনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কী ভাবে আমার ক্ষোভকে প্রকাশ করব। রবিবার সকালে আমি আমার মডেলকে ডাকি এবং তাকে জানাই আমি এই বিষয়ের উপর বডি পেন্টিং করব।” তিনি বলেন, “সিরিয়ায় সাম্প্রতিক অবস্থার বিরুদ্ধে এটাই আমার প্রতিবাদ।”

দক্ষিণ কোরিয়ায় একটি টিভি অনুষ্ঠানে বডি পেন্টিং করবেন দিন্দা। সেখানে তিনি ওমরান দাকনিশের যন্ত্রণাকেই ফুটিয়ে তুলবেন মানব ক্যানভাসে।
এর আগে সমুদ্রের তীরে মৃত অবস্থায় পড়ে থাকা আয়লান কুর্দির ছবিও মানব ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন সনাতন দিন্দা।
এ দিকে শনিবার হাসপাতালে মারা গিয়েছে ওমরানের দাদা ১০ বছরের আলি দাকনিশ। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের অবস্থায়ও ভালো নয় বলে জানা গিয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।