শুভদীপ চৌধুরী, পুরুলিয়া: পুরুলিয়া জেলার রেলশহর আদ্রার রেলওয়ে গার্লস স্কুলের ছাত্রী অতসী মণ্ডল এ বছর মাধ্যমিকে ৬৪৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন বিদ্যালয় থেকে। আর্থিক ভাবে সচ্ছ্বল না হলেও পড়াশোনার প্রতি তাঁর গভীর একাগ্রতার ফসল এই উল্লেখ্যনীয় ফল।
স্কুল সূত্রে জানা যায়, আদ্রা রেলওয়ে স্কুলের ছাত্রী অতসীর মা-বাবা ছোটোতেই মারা যান । খুবই কষ্টে তিনি পড়াশুনো করেছেন ।তিনি থাকেন নিজের কাকা-কাকিমার কাছে, ছোট থেকে কাকা-কাকিমাই তাঁর ভরসা, তাঁকে পড়াশুনোর অনুপ্রেরণা জুগিয়েছেন । কাকার সংবাদপত্রের বিক্রয়ের দোকান আছে । কোনোভাবে চলে পুরো সংসার । এর মধ্যে অতসী ও তাঁর তিন বোনের পড়াশুনো চালিয়ে যাওয়ার খরচ জোগাচ্ছেন কাকা ।
অতসী জানান, তিনি আশা করেছিলেন এ রকমই নম্বর পাবেন। তাঁর সেই আশা পূরণ হয়েছে বলেই জানান তিনি । আর্থিক অবস্থার টানাপোড়েন থাকায় পড়াশোনার জন্য আর্থিক সংস্থান হলে আগামী দিনে তাঁর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে বলে জানান অতসী।
উল্লেখ্য, পুরুলিয়া জেলায় মাধ্যমিকে ৬৮০ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দশম ও জেলায় প্রথম স্থান দখল করেছেন জেলার রামকৃষ্ণ মিশনের ছাত্র ইন্দ্রজিৎ মিশ্র ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।