মুন্নাভাই এমবিবিএস-এর কায়দায় ফুল দিয়ে গান্ধীগিরি মেয়র পারিষদের। নতুন বছরের শুরুতেই প্লাস্টিকমুক্ত শহর গড়ার চিন্তাভাবনা শুরু করেছিল কলকাতা পুরনিগম। যার প্রথম পদক্ষেপ হিসেবে শহরের বিভিন্ন বাজারে পঞ্চাশ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছিল পুরনিগমের পরিবেশ বিভাগ। কিন্তু পুরনিগমকে বুড়ো আঙুল দেখিয়ে পুর বাজারগুলিতে রমরমিয়ে চলছিল প্লাস্টিক ব্যাগের ব্যাবহার। সোমবার মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার স্থানীয় কাউন্সিলর ও তিন নম্বর বোরো চেয়ারম্যানকে নিজে পরিদর্শনে যান মুচিপাড়া বাজারে। সেখানে দেখা যায় অবাধে ক্রেতা এবং বিক্রেতারা ব্যবহার করছেন পঞ্চাশ মাইক্রনের কম প্লাস্টিক ব্যাগ। তাঁদের বিরুদ্ধে অবশ্য কোনও রকম আইনানুগ ব্যাবস্থা নেননি মেয়র পারিষদ। প্রথমে ক্রেতাদের বুঝিয়ে তাঁদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন স্বপনবাবু। পরে একই ভাবে তিনি বিক্রেতাদের বুঝিয়েও তাঁদের হাতে গোলাপ ফুল তুলে দেন। স্বপনবাবু জানান, প্রথম দিন তাই গোলাপ ফুল দিয়ে ক্রেতা, বিক্রেতাদের সচেতন করা হল। পরের দিন থেকে এই বাজারে কাউকে প্লাস্টিক ব্যাগ ব্যাবহার করতে দেখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার গোলাপ ফুলের সঙ্গে দোকানদারদের নানা রকম মাপের কাগজের ব্যাগ দেওয়া হয়। একই ব্যাগ দেওয়া হয় ক্রেতাদের হাতেও। সোমবার মুচিপাড়া বাজার থেকে এক কেজি পঞ্চাশ মাইক্রনের নীচের প্লাস্টিক ব্যাগ বাneজেয়াপ্ত করে কলকাতা পুরনিগম।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।