indrani sen
ইন্দ্রাণী সেন

বাঁকুড়া: ‘এডস্‌ রোগকে ঘৃণা করুন, এডস্‌ রোগীকে নয়’ – বিশ্ব এডস্‌ দিবসে জেলাবাসীকে এমনই বার্তা দিল বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর। এই রোগের ব্যাপারে জনসচেতনতামূলক একটি পদযাত্রাও হল বাঁকুড়া শহরে।

বাঁকুড়া শহরের ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং জেলা প্রশাসনের কর্মী আধিকারিকদের সঙ্গে নিয়ে পদযাত্রায় হাঁটলেন জেলা শাসক ডাঃ উমাশঙ্কর এস। এ ছাড়াও এই সচেতনতামূলক পদযাত্রায় যোগ দেন জেলা সভাপতি মৃত্যুঞ্জয় মুর্মু, পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল প্রমুখ।

এই পদযাত্রাটির সূচনা হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে। পরে তা সারা শহর পরিক্রমা করে। জেলাশাসক বলেন, “এই বছর বিশ্ব এডস্‌ দিবসের থিম ছিল ‘নো ইয়োর স্ট্যাটাস’।” তাঁর কথায়, “আমরা সবাই ভাবছি আমাদের কোনো রোগ নেই, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত নিজেদের বিষয়ে আরও সচেতন হওয়া। বর্তমানে মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে। নিয়মিত রক্ত পরীক্ষাও করাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলো এমনকি আইসিডিএস সেন্টারেও এই পরীক্ষার ব্যবস্থা আছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here