Connect with us

বাঁকুড়া

পুরনির্বাচনের আগেই বদলি করা হল বাঁকুড়ার জেলাশাসককে

Published

on

dm and sdo testing food

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: আসছে পুরভোট। তার আগে বড়োসড়ো রদবদল করা হল বাঁকুড়া জেলা প্রশাসনে। বদলি করে দেওয়া হল বাঁকুড়ার জেলাশাসক ড. উমাশঙ্কর এস-কে।

আরও পড়ুন: ভেসেলের ধাক্কায় মাঝগঙ্গায় ডুবে গেল বাংলাদেশি বার্জ

ড. উমাশঙ্কর এস-এর (dr. Umashankar S) জায়গায় বাঁকুড়ার (Bankura) জেলাশাসক হয়ে এলেন অরুণ প্রসাদ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অরুণ প্রসাদ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সিইও ছিলেন। ভোটের আগে জেলার প্রশাসনিক স্তরে এই রদবদল অনেকটাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে ।

বৃহস্পতিবারই নবান্ন থেকে এই নির্দেশিকা পৌঁছয় বাঁকুড়ায়। ড. উমাশঙ্কর এস এক্সাইজ কমিশনারের পদের দায়িত্ব পাচ্ছেন। সঙ্গে অবশ্য আরও একটি অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। তা হল, ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর।

সব মিলিয়ে এখন এটাই দেখার পুরভোটের আগে কতটা পরিচ্ছন্ন পরিস্থিতিতে ভোট হয় এই জেলায়।

বাঁকুড়া

গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে ফিরলেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে তৃণমূলে ফিরলেন তুষারকান্তি ভট্টাচার্য।

Published

on

খবরঅনলাইন ডেস্ক: বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি টেনে ফের তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।

শুক্রবার বাঁকুড়ার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে তিনি তৃণমূলে ফিরলেন।

১৯৬৫ সাল থেকে টানা ২৫ বছর বিষ্ণুপুর পুরসভার কাউন্সিলর ছিলেন তুষারকান্তিবাবু। ১৯৮৯ থেকে ১৯৯০ পর্যন্ত বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান ছিলেন। ১৯৯৮ সাল থেকে তিনি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্ব সামনে ছিলেন দীর্ঘদিন। মাঝে বেশ কয়েক বছর রাজনীতি থেকে দূরের থাকার পর ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে বিধায়ক হন তিনি।

তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আবার তিনি দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান।


এ দিনে তৃণমূলে ফিরে তিনি বলেন, এক দিন অভিমানে ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। ফের তৃণমূলে ফিরে ভালো লাগছে।

তাঁর সঙ্গেই এ দিন তৃণমূলে ফিরে আসেন বেশ কয়েকজন অনুগামী। আগামী ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল, এলাকায় তৃণমূলের সংগঠনকে অনেকটাই মজবুত করল বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়তে পারেন: ‘ছাত্র-ছাত্রীদের স্বার্থই সর্বোচ্চ’ বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধানখড়, সুপ্রিম কোর্টের রায়ের পর তিনি কী বললেন?

Continue Reading

বাঁকুড়া

বাঁকুড়ার যুবতীকে পুঁতে দেওয়ায় দোষী সাব্যস্ত ‘প্রেমিক’ উদয়ন দাসের যাবজ্জীবন

এ দিন বাঁকুড়ার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুরেশ বিশ্বকর্মার এজলাসে ওই খুন ও দেহ লোপাটের মামলার শাস্তি ঘোষণা হয়।

Published

on

ফাইল ছবি

খবরঅনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশের ভোপালে আকাঙ্ক্ষা শর্মা (২৮) খুনের ঘটনায় বুধবার তাঁর ‘প্রেমিক’ উদয়ন দাসকে যাবজ্জীবন সাজা দিল বাঁকুড়ার ফাস্ট ট্র্যাক আদালত।

গত মঙ্গলবার উদয়নকে দোষী সাব্যস্ত করে আদালত। এ দিন বাঁকুড়ার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুরেশ বিশ্বকর্মার এজলাসে ওই খুন ও দেহ লোপাটের মামলার শাস্তি ঘোষণা হয়। বিচারক দোষীকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন।

ঘটনায় প্রকাশ, আমেরিকায় ইউনিসেফের কাজে যোগ দিতে যাচ্ছেন বলে ২০১৬-র ২৩ জুন বাঁকুড়ার রবীন্দ্রসরণির বাড়ি থেকে বেরোন ব্যাঙ্ক আধিকারিকের মেয়ে আকাঙ্ক্ষা। সঙ্গে ছিল সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া ‘প্রেমিক’ উদয়নের দেওয়া চাকরির ভুয়ো নিয়োগপত্র।

এর পর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ভোপালের গোবিন্দপুরা থানার সাকেতনগরে উদয়নের বাড়ি থেকে উদ্ধার হয় আকাঙ্ক্ষা শর্মার দেহাবশেষ।

অভিযোগ, বচসার মধ্যে ১৫ জুলাই তাঁকে শ্বাসরোধ করে খুন করে উদয়ন। তার পরে বাড়ির মধ্যে তাঁর দেহটি টিনের বাক্সে ভরে সিমেন্টের বেদি গেঁথে দেয়। আকাঙ্ক্ষার ফোন থেকে তাঁর বাড়ির লোকজনকে হোয়াটসঅ্যাপ মেসেজে উদয়ন জানায়, সে আমেরিকায় পৌঁছেছে। সেখানকার সিম-কার্ড পায়নি বলে ফোন করতে পারছে না। শুধু মেসেজেই যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে।

এই সময়-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দিন আকাঙ্ক্ষা ফোন না ধরায় ধন্দে পড়ে তাঁর পরিবার। এর পর তাঁরা বাঁকুড়া সদর থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ আকাঙ্ক্ষার মোবাইল লোকেশন ট্র্যাক করে জানতে পারে, সেটি ভোপালের সাকেতনগরে রয়েছে।

আকাঙ্ক্ষার বাবা ও ভাই সেখানে গেলে, উদয়ন বা আকাঙ্ক্ষার দেখা পাননি। ২০১৭ সালের ৫ জানুয়ারি উদয়নের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে অপহরণের মামলা করেন তাঁরা। এর পর ভোপালে গিয়ে বাঁকুড়া পুলিশ উদয়নকে গ্রেফতার করে। উদ্ধার হয় আকাঙ্ক্ষার দেহাবশেষ।

এর পর চলে জেরা। জেরায় পুলিশ জানতে পারে, উদয়নের বাবা বীরেন্দ্রকুমার দাস ও মা ইন্দ্রাণী দাসকেও ২০১০ সালে খুন করে ছত্তীসগঢ়ের রায়পুরের বাড়ির বাগানে পুঁতে দিয়েছে উদয়ন। তাঁদের কঙ্কালও উদ্ধার করে পুলিশ। সেই জোড়া খুনের মামলার তদন্ত করছে ছত্তীসগঢ়ের দীনদয়াল উপাধ্যায়নগর থানা।

Continue Reading

বাঁকুড়া

বাঁকুড়ার প্রান্তিক পরিবারের বাক-শ্রবণশক্তিহীন মাধ্যমিক-উত্তীর্ণাকে সম্মাননা

Published

on

ইন্দ্রাণী সেন বোস

বাঁকুড়া: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বেশ কিছু দিন হল। বর্তমান সময়ে নম্বরের সহজলভ্যতা কোথাও যেন ম্লান করে দিয়েছে নিদারুণ লড়াই করে উঠে আসা তথাকথিত প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীদের সাফল্যকে। তাদের কথা আস্তে আস্তে ভুলতে বসে প্রচারসর্বস্ব সমাজ। তবে কোনো কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে তাদের কথা আবার মনে পড়ে যায়। এমনই এক ব্যতিক্রমী ছাত্রী বুল্টি বৈরাগ্য।

বাঁকুড়া জেলার আকুই ননীবালা উচ্চ বালিকা বিদ্যালয়। স্বাধীনতা সংগ্রামী ননীবালা গুহর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের উদ্দেশ্যই ছিল এলাকায় নারীশিক্ষার বিস্তার ঘটানোর। অক্ষরজ্ঞানহীন এই মহিলা চাননি তাঁর এলাকার মেয়েরা পিছিয়ে থাকুক। এ বছর ননীবালার মুকুটে আর একটি পালক যোগ করল বুল্টি।

ননীবালা স্কুলের বাক ও শ্রবণশক্তিহীন ছাত্রী বুল্টি বৈরাগ্য এ বার মাধ্যমিক উত্তীর্ণ হল। তার এই সাফল্যকে উদযাপন করতে এগিয়ে এল আকুই গ্রামেরই একটি স্বেচ্ছাসেবী সংগঠন, মানবধর্ম অনুশীলন সমিতি। বৃহস্পতিবার তার বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে বাক ও শ্রবণশক্তিহীন মাধ্যমিক-উত্তীর্ণাকে সন্মাননা জানাল এই সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য আকুই ননীবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বুল্টি বৈরাগ্য ছোটো থেকেই শুনতে ও কথা বলতে পারে না। প্রান্তিক পরিবারে নুন আনতে পান্তা ফুরোনো বাবা-মায়ের অদম্য উৎসাহে আর পাঁচ জন সাধারণ ছাত্রীর সঙ্গেই সে পড়াশোনা চালিয়ে গিয়ে এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল। সংসারে নিদারুণ অভাব। সেই কারণে শারীরিক ভাবে প্রতিবন্ধী এই ছাত্রী বিশেষ স্কুলে ভর্তি হতে না পারেনি। আর পাঁচজন স্বাভাবিক মেয়ের সঙ্গে সে-ও যে মাধ্যমিক পরীক্ষা দেওয়া ও উত্তীর্ণ হাওয়ার যে সাহস দেখিয়েছে, তার জন্য এলাকাবাসী তাকে কুর্নিশ জানায়।

বুল্টির বাবা মহানন্দ বৈরাগ্য বলেন, “এত দিন পর্যন্ত ও মেয়েদের স্কুলে পড়ত। এ বার ছেলেদের সঙ্গে পড়তে হবে শুনে বুল্টির খুব ভয় করছে। আমরা সবাই চাই ও ভয় কাটিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হোক।”

বিশেষ উল্লেখ্য, মাধ্যমিকে কোনো টিউশন ছাড়াই বুল্টি পাশ করেছে। উচ্চ মাধ্যমিকের পড়ার খরচ অত্যন্ত বেশি। কী ভাবে তা জোগাড় করা হবে, সেই চিন্তায় কপালে ভাঁজ এই প্রান্তিক পরিবারের সদস্যদের।

Continue Reading
Advertisement
Narendra Modi
দেশ5 hours ago

২০১৫ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে খরচ হয়েছে প্রায় ৫১৮ কোটি টাকা

দেশ6 hours ago

অর্থনীতিতে নতুন হাতছানি বাংলাদেশ-ভারত পণ্যবাহী রেল চলাচল

IPL rajasthan Royals
ক্রিকেট6 hours ago

রানের বন্যা শেষে চেন্নাই-জয় রাজস্থান রয়্যালসের

Sherpa Ang Rita
অ্যাডভেঞ্চার9 hours ago

অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ১০ বার মাউন্ট এভারেস্ট বিজয়ী আং রিটা প্রয়াত

রাজ্য9 hours ago

পর পর তিন দিন দৈনিক মৃতের সংখ্যা ৬০-এর উপরে, তবে ঊর্ধ্বমুখী সুস্থতার হার

Currency
শিল্প-বাণিজ্য10 hours ago

জল জীবন মিশনের আওতায় ৫০ লক্ষ টাকা জেতার সুযোগ দিচ্ছে কেন্দ্র, তবে উৎরাতে হবে আইসিটি গ্র্যান্ড চ্যালেঞ্জে

কেনাকাটা11 hours ago

মহিলাদের পোশাকের পুজোর ১০টি কালেকশন, দাম ৮০০ টাকার মধ্যে

দেশ13 hours ago

এ বার আলু, পেঁয়াজ, চাল, ডাল, ভোজ্য তেল অত্যাবশ্যক পণ্য নয়, বিল পাশ রাজ্যসভায়

দেশ20 hours ago

কোভিড আপডেট: নতুন করে আক্রান্ত ৭৫০৮৩, সুস্থ ১০১৪৬৮

দেশ2 days ago

সোমবার থেকে স্কুল খোলা বাধ্যতামূলক নয়, দেখে নিন কোন রাজ্য কী সিদ্ধান্ত নিল

দেশ3 days ago

ব্যথার কারণ খুঁজতে হল এক্স-রে, বন্দির মলদ্বারে হদিশ মিলল চারটি মোবাইলের

coronavirus west bengal
দেশ19 hours ago

এই প্রথম ২৪ ঘণ্টায় সুস্থ কোভিডরোগীর সংখ্যা এক লক্ষ ছাড়াল

রাজ্য3 days ago

জাতীয় গড়ের তুলনায় রাজ্যে সুস্থতার হার অনেকটাই বেশি, কেন্দ্রের প্রশংসা

mamata banerjee
রাজ্য3 days ago

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর স্থগিত

corona
দেশ2 days ago

৫টি রাজ্যেই মোট সক্রিয় কোভিডরোগীর ৬০ শতাংশ!

coronavirus west bengal
রাজ্য2 days ago

রাজ্যের চার জেলার কোভিড পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

কেনাকাটা

কেনাকাটা11 hours ago

মহিলাদের পোশাকের পুজোর ১০টি কালেকশন, দাম ৮০০ টাকার মধ্যে

খবরঅনলাইন ডেস্ক : পুজো তো এসে গেল। অন্যান্য বছরের মতো না হলেও পুজো তো পুজোই। তাই কিছু হলেও তো নতুন...

কেনাকাটা4 days ago

সংসারের খুঁটিনাটি সমস্যা থেকে মুক্তি দিতে এই জিনিসগুলির তুলনা নেই

খবরঅনলাইন ডেস্ক : নিজের ও ঘরের প্রয়োজনে এমন অনেক কিছুই থাকে যেগুলি না থাকলে প্রতি দিনের জীবনে বেশ কিছু সমস্যার...

কেনাকাটা6 days ago

ঘরের জায়গা বাঁচাতে চান? এই জিনিসগুলি খুবই কাজে লাগবে

খবরঅনলাইন ডেস্ক : ঘরের মধ্যে অল্প জায়গায় সব জিনিস অগোছালো হয়ে থাকে। এই নিয়ে বারে বারেই নিজেদের মধ্যে ঝগড়া লেগে...

কেনাকাটা2 weeks ago

রান্নাঘরের জনপ্রিয় কয়েকটি জরুরি সামগ্রী, আপনার কাছেও আছে তো?

খবরঅনলাইন ডেস্ক: রান্নাঘরের এমন কিছু সামগ্রী আছে যেগুলি থাকলে কাজ করাও যেমন সহজ হয়ে যায়, তেমন সময়ও অনেক কম খরচ...

কেনাকাটা2 weeks ago

ওজন কমাতে ও রোগ প্রতিরোধশক্তি বাড়াতে গ্রিন টি

খবরঅনলাইন ডেস্ক : ওজন কমাতে, ত্বকের জেল্লা বাড়াতে ও করোনা আবহে যেটি সব থেকে বেশি দরকার সেই রোগ প্রতিরোধ ক্ষমতা...

কেনাকাটা2 weeks ago

ইউটিউব চ্যানেল করবেন? এই ৮টি সামগ্রী খুবই কাজের

বহু মানুষকে স্বাবলম্বী করতে ইউটিউব খুব বড়ো একটি প্ল্যাটফর্ম।

কেনাকাটা4 weeks ago

ঘর সাজানোর ও ব্যবহারের জন্য সেরামিকের ১৯টি দারুণ আইটেম, দাম সাধ্যের মধ্যে

খবরঅনলাইন ডেস্ক: ঘর সাজাতে কার না ভালো লাগে। কিন্তু তার জন্য বাড়ির বাইরে বেরিয়ে এ দোকান সে দোকান ঘুরে উপযুক্ত...

কেনাকাটা1 month ago

শোওয়ার ঘরকে আরও আরামদায়ক করবে এই ৮টি সামগ্রী

খবর অনলাইন ডেস্ক : সারা দিনের কাজের পরে ঘুমের জায়গাটা পরিপাটি হলে সকল ক্লান্তি দূর হয়ে যায়। সুন্দর মনোরম পরিবেশে...

kitchen kitchen
কেনাকাটা1 month ago

রান্নাঘরের এই ৮টি জিনিস কাজ অনেক সহজ করে দেবে

খবরঅনলাইন ডেস্ক: আজকাল রান্নাঘরের প্রত্যেকটি কাজ সহজ করার জন্য অনেক উন্নত ব্যবস্থা এসে গিয়েছে। তা হলে ঘণ্টার পর ঘণ্টা কষ্ট...

care care
কেনাকাটা1 month ago

চুল ও ত্বকের বিশেষ যত্নের জন্য ১০০০ টাকার মধ্যে এই জিনিসগুলি ঘরে রাখা খুবই ভালো

খবরঅনলাইন ডেস্ক : পার্লার গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সময় অনেকেরই নেই। সেই ক্ষেত্রে বাড়িতে ঘরোয়া পদ্ধতি অনেকেই অবলম্বন করেন। বাড়িতে...

নজরে