ইন্দ্রাণী সেন: বাঁকুড়া
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ-অনশন শুরু করল প্রাথমিক টেট-উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) ঐক্যমঞ্চ।
বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষা সংসদের ভিতরে বুধবার এই বিক্ষোভ-অনশন শুরু হয়েছে। এই বিক্ষোভ-অনশন তিন দিন ধরে চলবে।
২০২০ সালের নভেম্বর মাসে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার ঘোষণা করেন, প্রাথমিক টেট-উত্তীর্ণ ২০,০০০ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।
প্রথম ধাপে ১২,৬০০ জনকে নিয়োগ করা হলেও বাকিদের নিয়োগের ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।
ডিএলএড ঐক্যমঞ্চের তরফে সুমন্ত বিদ্ বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগের ব্যাপারে একাধিক ঘোষণা করেছিলেন, কিন্তু আমরা এখনও নিয়োগ পাইনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা যতক্ষণ না পর্যন্ত ফলপ্রসূ হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন ও অনশন চালিয়ে যাব।”
আরও পড়তে পারেন
টিকরি সীমানার আন্দোলনস্থলে ট্রাকের ধাক্কায় ৩ মহিলা কৃষকের মৃত্যু
উত্তুরে হাওয়া গতি পেলেও সামান্য বাধা এখনও রয়েছে, সপ্তাহান্ত থেকে পারদ-পতনের সম্ভাবনা
গত বুধবার পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণের হার ছিল ২.৪৩ শতাংশ, সাত দিন পর কমে হল ২.২৫ শতাংশ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।