সরকারি খরচ বাঁচাতে অভিনব উদ্যোগ বর্ধমান জেলা প্রশাসনের। জেলার সরকারি কাজে কাগজ ব্যবহারের ক্ষেত্রে জারি হল নির্দেশিকা । নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে কাগজের অপচয় বন্ধ করতে হবে সরকারি দফতরগুলিতে। একটি কাগজের দুটি দিককেই ব্যবহার করতে হবে। কোনো ভাবেই একদিকে লেখা যাবে না। নির্দেশিকা না মানা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট দফতর বা অফিসারের বিরুদ্ধে।
ইতি মধ্যেই এই বর্ধমানের বিভিন্ন প্রশাসনিক দফতরে এই নির্দেশিকা পাঠানো হয়েছে ।
বর্ধমানই প্রথম জেলা যারা এই ধরনের পদক্ষেপ করলো। এর ফলে বছরে প্রায় ২ লক্ষেরও বেশি টাকা বাঁচানো যাবে বলে মনে করছেন আধিকারিকরা।
ইতিমধ্যেই এই নির্দেশিকা ঘিরে শোরগোল পরে গেছে সরকারি দফতরগুলিতে। কারণ চিরকালই দেশ জুড়ে সব সরকারি কাজে কাগজের দু’পিঠই ব্যবহার হয়ে আসছে।
মনে করা হচ্ছে, আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাগুলিও হাঁটতে পারে এই পথে। বর্ধমানের জেলা শাসক সৌমিত্রমোহনের উদ্যোগেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তাঁর মাথাতেই প্রথম এই ভাবনা আসে। ডিজিটাইজেশনের জমানায় কাগজের দলিলের গুরুত্ব কমে যাওয়ার সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।