রাজ্য
Bengal Corona Update: সংক্রমণের হারে সামান্য বৃদ্ধি, কিছু জেলার পরিস্থিতিও উদ্বেগজনক
একমাত্র স্বস্তি হল মৃত্যুহারের পতন।


খবরঅনলাইন ডেস্ক: রাজ্যের কোভিডগ্রাফ ফের চড়চড় করে উঠে গিয়েছে। কিন্তু টেস্টও হয়েছে প্রচুর পরিমাণে। গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ টেস্ট হয়েছে রাজ্যে। এর ফলে সংক্রমণের বৃদ্ধি আসতই। এ দিকে, কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। কিন্তু চিন্তা বাড়াচ্ছে রাজ্যের বেশ কয়েকটি জেলা। এই কয়েকটি জেলায় সংক্রমণ যে ভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত মৃত্যুহারে পতন অব্যাহতই রয়েছে রাজ্যে।
রাজ্যের কোভিড-তথ্য
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ২,৭৮৩ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ২ হাজার ৮০৭।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৫৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। ফলত এ দিন মৃত্যুহার ছিল ০.২৫ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১০ হাজার ৩৭০ জন।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১৬ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় ১,৮১৯ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৫.৬১শতাংশ।
দৈনিক সংক্রমণের হার সামান্য বাড়ল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ৪৯৯টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ৮.৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারটি ০.১৭ বেড়েছে। সংক্রমণের হার এই স্তরে থাকাটা আদৌ কাঙ্ক্ষিত নয়। পড়শি বাংলাদেশে দৈনিক সংক্রমণের হার ২০-২১ শতাংশে ঘোরাফেরা করছে, তার ছোঁয়া পশ্চিমবঙ্গে যাতে না আসে, সেটা প্রার্থনা রাজ্যের মানুষের।
রাজ্যের সামগ্রিক সংক্রমণের হার বর্তমানে রয়েছে ৬.৪২ শতাংশ। বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৩ লক্ষ ৯৬ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে।
হাসপাতাল শয্যা-তথ্য
সংক্রমণ বাড়ছে বলে রাজ্যের হাসপাতালগুলিতে নির্ধারিত কোভিডশয্যাগুলিও ভরতি হচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বর্তমানে সরকার এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৫ হাজার ৫০৪টি বেড কোভিডরোগীদের জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে ভরতি রয়েছে ২৬.২৫ শতাংশ শয্যা। উল্লেখ্য, গত বছর পুজোর সময়, অর্থাৎ রাজ্যের করোনা সংক্রমণ যখন প্রথম চূড়ার মধ্যে দিয়ে যাচ্ছে তখন ৪০ শতাংশ শয্যা ভরতি ছিল।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতায় সংক্রমণ সামান্য কমলেও উত্তর ২৪ পরগণায় বেশ কিছুটা বেড়েছে। কলকাতায় নতুন করে এ দিন ৭১৬ জন আক্রান্ত, উত্তর ২৪ পরগণায় ৫৯৫ জন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ২৮৩ এবং ১৯৪ জন। কলকাতায় তিন আর উত্তর ২৪ পরগণায় এক জন কোভিডরোগীর মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ২৬৩, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৬৭১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৫,২২৩ জন এবং উত্তর ২৪ পরগণায় ৩,১৪১। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১৪০ এবং ২,৫৪৩ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
কলকাতা এবং উত্তর ২৪ পরগণার বাইরে আরও বেশ কিছু জেলার সংক্রমণবৃদ্ধি বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে বিশেষ করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বীরভূম, মুর্শিদাবাদ আর মালদা। কারণ কলকাতার পড়শি জেলাগুলিতে টেস্ট তুলনামূলক ভাবে বেশি হলেও, অন্যান্য জেলায় তা কম হয়। ফলে সেখানে সংক্রমণের হার অনেকটাই বেশি।
রাজ্যে বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, তার তালিকা দেওয়া হল নীচে। সংশ্লিষ্ট জেলাগুলিতে এ দিন কতজন আক্রান্ত হয়েছেন, সেই তথ্য দেওয়া হল ব্র্যাকেটে।
১) হাওড়া (২২১)
২) দক্ষিণ ২৪ পরগণা (১৬৭)
৩) হুগলি (১৫৭)
৪) বীরভূম (১৫৩)
৫) পশ্চিম বর্ধমান (১৪৮)
৬) মালদা (১১৬)
৭) মুর্শিদাবাদ (১০৬)
৮) নদিয়া (৮৯)
৯) পূর্ব বর্ধমান (৫৯)
১০) পুরুলিয়া (৫৪)
১১) পূর্ব মেদিনীপুর (৫৩)
১২) জলপাইগুড়ি (৩৬)
১৩) পশ্চিম মেদিনীপুর (৩০)
১৪) উত্তর দিনাজপুর (২৪)
১৫) দার্জিলিং (২২)
১৬) বাঁকুড়া (২০)
১৭) দক্ষিণ দিনাজপুর (৮)
১৮) কোচবিহার (৫)
১৯) কালিম্পং (২)
২০) ঝাড়গ্রাম (১)
২১) আলিপুরদুয়ার (০)
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রাজ্য
‘ফোন ট্যাপ করা হচ্ছে, সিআইডি তদন্তের নির্দেশ’ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
শীতলকুচি অডিয়ো ক্লিপ বিতর্কে ফের নতুন ইন্ধন! সিআইডি তদন্তের নির্দেশ?


খবর অনলাইন ডেস্ক: শীতলকুচির ঘটনা নিয়ে দলীয় প্রার্থীর সঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিয়ো ক্লিপ বিতর্কে ফের নতুন ইন্ধন। ফোন ট্যাপ করার অভিযোগ তুলে শনিবার মমতা বললেন, এই ঘটনায় তিনি সিআইডি তদন্তের নির্দেশ দেবেন।
এ দিন পূর্ব বর্ধমানের গলসির সভা থেকে মমতার হুঁশিয়ারি, “কারা ওই ফোনালাপ ফাঁস করেছে তার সিআইডি তদন্ত হবে”। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন তিনি বলেন, “তদন্তে আপনাকেও ছাড়ব না”।
মমতা বলেন, “বিজেপি লোকদের দেখুন, উন্নয়নের কথা বলতে পারছে না। আমি কার সঙ্গে কথা বলছি সেটাকে ট্যাপ করছে। তার মানে কী! আপনাদের সবার ফোন ট্যাপ হচ্ছে। এটা একটা বিরাট স্ক্যাম। সিআইডি তদন্তের নির্দেশ দেব। কে আমরা ফোন ট্যাপ করেছে, তা আমি জানতে চাই। আমি ছেড়়ে দেব না। অনেকগুলো এফআইআর হয়েছে”।
শোনা যায়, শুক্রবার ওই ফোনালাপের অডিয়ো ক্লিপ ‘ফাঁস’ করে বিজেপি। রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক তথা দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেন, “ফোনের একপ্রান্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা এবং অন্য প্রান্তে, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা শীতলখুচি কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায়”।
মমতা এ দিন বলেন, “বিজেপি দলবেঁধে এটা পাবলিসিটি করেছে। তার মানে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। তুমি করেছে বিজেপি। তোমার দালাল কাউকে দিয়ে এটা তুমি করেছ। কে কে এই খেলায় রয়েছে, তা খুঁজে বের করা হয়ে গিয়েছে”।
মমতা আরও বলেন, “তা হলে প্রধানমন্ত্রী, আপনি আমার ফোন ট্যাপ করেছেন। লজ্জা করে না। প্রধানমন্ত্রীপদ থেকে পদত্যাগ করুন। তার পরে মানুষকে মুখ দেখাবেন। আপনার লজ্জা করে না এক জন মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করতে”।
তবে এই অডিয়ো ক্লিপ ছড়ানোর নেপথ্যে তৃণমূলেরই হাত রয়েছে বলে পাল্টা দাবি তুলে শনিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের দাবি, “এ ধরনের টেপের এক মাত্র লক্ষ্য ছিল আরও মেরুকরণ তৈরি করা”।
আরও পড়তে পারেন: মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি অডিয়ো ক্লিপ-কাণ্ডে নয়া মোড়, নির্বাচন কমিশনে বিজেপি
রাজ্য
Bengal Polls 2021: প্রার্থীর মৃত্যুতে জঙ্গিপুর আসনে ভোট স্থগিত রাখল নির্বাচন কমিশন
আরএসপি প্রার্থী প্রদীপকুমার নন্দীর আকস্মিক মৃত্যুতে আপাতত ভোট স্থগিত রাখছে নির্বাচন কমিশন।


খবর অনলাইন ডেস্ক: এক প্রার্থীর মৃত্যুতে মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখার কথা শনিবার ঘোষণা করলে নির্বাচন কমিশন।
সপ্তম দফায় আগামী ২৬ এপ্রিল ভোটগ্রহণ হওয়ার কথা ছিল জঙ্গিপুরে। তবে আরএসপি প্রার্থী প্রদীপকুমার নন্দীর আকস্মিক মৃত্যুতে আপাতত ভোট স্থগিত রাখছে নির্বাচন কমিশন।
জনগণের প্রতিনিধিত্ব আইনের বিধি অনুযায়ী, কোনো স্বীকৃত দলের প্রার্থী মারা গেলে, সেই দলটিকে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় দেওয়া হয়। নিয়মানুযায়ী, নতুন প্রার্থী নিজের মনোনয়নপত্র জমা দিতে পারবেন এবং পুরো প্রক্রিয়া স্কুটিনি এবং মনোনয়ন প্রত্যাহারের সুযোগের সম্পূর্ণ সুযোগ পাবেন ওই নতুন প্রার্থী।
কমিশনের এক মুখপাত্র বলেছেন, “আরএসপি প্রার্থীর মৃত্যুর কারণে ২৬ এপ্রিল মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা ভোটগ্রহণ স্থগিত হয়েছে”। আগামী দিনে এই আসনের জন্য নতুন নির্বাচনের সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে বহরমপুরের কোভিড হাসপাতালে মৃত্যু হয় আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। বয়স হয়েছিল ৭২। প্রদীপবাবুর পরিবার সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন জঙ্গিপুর ৫৮ নম্বর বিধানসভার আরএসপি প্রার্থী এই প্রবীণ রাজনীতিক। সোমবার, ৫ এপ্রিল তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। তার পর শুক্রবার বিকেলেই প্রদীপের মৃত্যু হয়।
আরও পড়তে পারেন: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ যাদব
রাজ্য
Bengal Polls 2021: শীতলকুচির পর এ বার দেগঙ্গা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ
শীতলকুচির পর এ বার দেগঙ্গায় গুলি চালালোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে!


খবর অনলাইন ডেস্ক: শনিবার রাজ্যের পঞ্চম দফার ভোটগ্রহণে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল দেঙ্গায়। চতুর্থ দফার ভোটে শীতলকুচির ঘটনার পর ফের এ দিনের ভোটগ্রহণকে সামনে রেখে অভিযোগের আঙুল উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
ঘটনায় প্রকাশ, দেগঙ্গায় শূন্যে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ। হতাহতের কোনো খবর নেই। চাকলা পঞ্চায়েতের ২১৫ নং বুথ কুড়ুলগাছা গ্ৰামের ঘটনা।
তবে কেন্দ্রী বাহিনীর তরফে দাবি করা হয়েছে, দেগঙ্গায় কোনো গুলি চলেনি। পুরো ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, মিডিয়ামনিটরিং-এর মাধ্যমে ঘটনার কথা জানতে পারে কমিশন। এর পরেই রিপোর্ট তলব করা হয়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোট চলাকালীন শূন্যে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কয়েকজনকে ধানখেত পর্যন্ত তাড়া করে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে, সেটা তারা বুঝতে পারছেন না। এমনকী লাঠিচার্জেরও অভিযোগ করেছে তারা।
এক স্থানীয় বাসিন্দা সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, এক রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে কেউ হতাহত হননি।
পাশাপাশি দেগঙ্গায় সোহাইস্বেতপুর গ্রাম পঞ্চায়েতে ৮১ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে।
তবে শেষমেশ দেগঙ্গার কুড়ুলগাছায় গুলি চলেনি বলে জানিয়ে দেয় কমিশন। রিপোর্ট খতিয়ে দেখে সিআরপিএফের দাবিকে মান্যতা দেয় নির্বাচন কমিশন।
আরও পড়তে পারেন: Bengal Polls Live: আপাতত শান্তিপূর্ণ ভাবেই চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ, সংক্রমণের ভয় নিয়েই ভোটের লাইনে জনতা
-
রাজ্য5 hours ago
Bengal Polls Live: ৪টে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৭০ শতাংশ
-
গাড়ি ও বাইক2 days ago
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?
-
রাজ্য1 day ago
Coronavirus Second Wave: আজ কমিশনের ডাকে সর্বদলীয় বৈঠক, ভোট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশায় রাজ্যবাসী
-
দেশ1 day ago
Delhi Riots 2020: পুলিশি তদন্তে অসঙ্গতি, জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিন