Homeখবররাজ্যজুনিয়র ডাক্তারদের অনশন: প্রত্যাহারের আহ্বান জানিয়ে মুখ্য সচিবের চিঠি, আরও ২ চিকিৎসকের...

জুনিয়র ডাক্তারদের অনশন: প্রত্যাহারের আহ্বান জানিয়ে মুখ্য সচিবের চিঠি, আরও ২ চিকিৎসকের যোগ

প্রকাশিত

রাজ্যের জুনিয়র ডাক্তারদের অনশন অব্যাহত রয়েছে, যদিও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ তাঁদের এই কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স’ ইমেলের মাধ্যমে তাদের বিভিন্ন দাবির কথা জানায়। তার পরিপ্রেক্ষিতে, শুক্রবার মুখ্যসচিব রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ‘স্বাভাবিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে’ অনশন প্রত্যাহারের আহ্বান জানান।

অন্য দিকে, স্বাস্থ্যভবন শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জুনিয়র ডাক্তারদের দাবির তালিকার বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য ৭০৫১টি সিসিটিভি, ৮৯৩টি ডিউটি রুম এবং ৭৭৮টি ওয়াশরুম তৈরি হচ্ছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ১১৩ কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। এছাড়া, ১১১৩ জন মহিলা পুলিশকর্মী নিয়োগ করে হাসপাতালগুলিতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তবে, আন্দোলনকারীদের মতে, এই সব পদক্ষেপ সরকার আন্দোলনের চাপের মুখে নিয়ে নিয়েছে। তাঁদের দাবি, বৈঠকের পরেও সরকার নতুন কিছু প্রস্তাব দেয়নি, বরং পুরনো আশ্বাসই পুনরাবৃত্তি করেছে।

চিকিৎসকদের শারীরিক অবস্থা

এ দিকে, আন্দোলনের জেরে ধর্মতলার অনশন মঞ্চে শনিবার সকালেও একই দৃশ্য। জুনিয়র ডাক্তার উর্মিমালা জানিয়েছেন, অনশনকারীরা বেশ দুর্বল হয়ে পড়েছেন, তবে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আন্দোলন শুধু কলকাতা নয়, বরং সারা বাংলার বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর পক্ষ থেকে জানানো হয়, আরও দুই জন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে যোগ দিচ্ছেন।

নবমীর সন্ধ্যায় ধর্মতলায় ‘অন্য পুজো’র মঞ্চের সামনে মানুষের ঢল

আইএমএ-এর বেঙ্গল শাখার প্রতীকি অনশন

রবিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ-এর বেঙ্গল শাখা ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে। ডাক্তার দ্বৈপায়ন মজুমদার জানিয়েছেন, এই কর্মসূচি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে, এবং এর পরেও কোনও সমাধান না হলে তাঁরা বিকল্প পন্থা ভাববেন।

রবিবার অরন্ধনের ডাক

এছাড়া, ডাক্তারেরা রবিবার অরন্ধন পালন এবং সোমবার থেকে বেসরকারি হাসপাতালেও আংশিক কর্মবিরতির ঘোষণা করেছেন। তাঁদের মতে, সরকারি মেডিক্যাল কলেজের কর্মীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।