কলকাতার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ৫ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পপতি ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবারের সম্মেলনে ইতিমধ্যেই ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। তিনি বলেন, “অনেকে বলে কেন এই সম্মেলন? আমি বলি একশো বার করব, কারণ এতে রাজ্যের ভবিষ্যৎ তৈরি হবে।“
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে তাদের বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা থেকে দ্বিগুণ করে ১ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে। তিনি আরও জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বেঙ্গল সিলিকন ভ্যালিতে জিও এআই রেডি ডেটা সেন্টার স্থাপন এবং ২০২৬ সালের মার্চের মধ্যে দিঘায় ডেটা কেবল ল্যান্ডিং প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী জানান, বর্তমানে রাজ্যে তাদের ১৮টি প্রকল্প চলছে, যার মোট বিনিয়োগ প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। সাম্প্রতিকতম প্রকল্প হিসেবে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার স্থাপন করা হচ্ছে।
আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা জানান, ইতিমধ্যে রাজ্যে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং আরও ১০ হাজার কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে, যা স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।
অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া জানান, রাজ্যে তাদের পাঁচটি হাসপাতালে ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এছাড়া, দার্জিলিং, কালিম্পং, গরুমারা ফরেস্ট, দিঘা ও শান্তিনিকেতনে নতুন প্রকল্পে প্রায় ১,২০০ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে। আগামী ৫-৬ বছরে আরও ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
জেএসডব্লিউ গোষ্ঠীর সজ্জন জিন্দাল ঘোষণা করেছেন, শালবনিতে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া, প্রায় ২,০০০ একর জমির উপর একটি শিল্পতালুক তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা হাজারেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরির সুযোগ সৃষ্টি করবে।
প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, শালবনিতে একটি ইস্পাত কারখানা গড়ে তোলার পরিকল্পনা চলছে। তিনি দেশ-বিদেশের শিল্পপতিদের ক্রীড়াক্ষেত্রেও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এই প্রথম ২০টি দেশ এই বাণিজ্য সম্মেলনের পার্টনার হয়েছে। ৪০টি দেশ থেকে প্রতিনিধি এসেছেন। লক্ষ্মী আসুক। যত বিনিয়োগ আসবে তত চাকরি হবে।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) ২০২৫: বিনিয়োগের তালিকা
সংস্থা / শিল্পপতি | বিনিয়োগের পরিমাণ | বিনিয়োগ ক্ষেত্র |
---|---|---|
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (মুকেশ আম্বানি) | ১ লক্ষ কোটি টাকা | জিও এআই রেডি ডেটা সেন্টার, দিঘা ডেটা কেবল ল্যান্ডিং প্রকল্প, ডিজিটাল পরিকাঠামো |
আইটিসি (সঞ্জীব পুরী) | ৭,৫০০ কোটি টাকা | এআই হাব, বিভিন্ন প্রকল্প |
আরপিএসজি গ্রুপ (সঞ্জীব গোয়েঙ্কা) | ৫০,০০০ কোটি টাকা (৪০,০০০+১০,০০০) | শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ |
অম্বুজা নেওটিয়া গ্রুপ (হর্ষ নেওটিয়া) | ১৫,০০০ কোটি টাকা (পরবর্তী ৫-৬ বছরে) | হাসপাতাল, পর্যটন, আবাসন |
জেএসডব্লিউ (সজ্জন জিন্দাল) | ১৬,০০০ কোটি টাকা | শালবনিতে বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পতালুক নির্মাণ |
সৌরভ গঙ্গোপাধ্যায় | (পরিমাণ স্পষ্ট নয়) | শালবনিতে ইস্পাত কারখানা |
বিরোধীদের সমালোচনা
এই শিল্প সম্মেলন প্রসঙ্গে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির অভিযোগ, ‘‘প্রতি বছর এই শিল্প সম্মেলনে যে বিনিয়োগ প্রস্তাব আসছে, তার মধ্যে কতটা বাস্তবায়িত হচ্ছে, রাজ্য সরকার কিছুতেই তার হিসেব দিচ্ছে না।’’ প্রায় একই অভিযোগের সুর সুপুএমের গলাতেও।
বিজিবিএসের মঞ্চ থেকে এই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘আমার কাছে নথি আছে। আমি নথি দেখিয়ে বলছি, বাংলায় ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোনও প্রকল্পের কাজ চলছে। কোনও প্রকল্পের কাজ শেষের মুখে। তোমাদের কাছে কোনও প্রমাণ আছে?’’