আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। এর প্রস্তুতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আলিপুরের ‘সৌজন্য’ গৃহে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা, কলকাতায় অবস্থিত বিভিন্ন দেশের কনসাল জেনারেল এবং মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।
রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই বৈঠকে উপস্থিত ছিলেন। যদিও তিনি এখানে ছিলেন শিল্পোদ্যোগী হিসেবেই। সৌরভ জানিয়েছেন, তিনি বাংলায় তৃতীয় ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা করছেন, যেখানে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে। বৈঠকে উপস্থিত সঞ্জীব গোয়েন্কা বলেন, “বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ দেশের আর কোথাও নেই।”
Today evening, met at our 'Soujonyo' auditorium the leading industrialists of the country and the apex functionaries of the National Chambers of Commerce along with the career diplomats of various countries in the city to get prepared for the ensuing Bengal Global Business… pic.twitter.com/6QkbLVL4ma
— Mamata Banerjee (@MamataOfficial) November 29, 2024
শিল্পপতিদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরী, উমেশ চৌধুরী, রমেশ জুনেজা, উজ্জ্বল সিন্হা-সহ আরও অনেকে। সরকারি প্রতিনিধিদের মধ্যে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
যদিও বিরোধীরা এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে শুধু অর্থের অপচয় হয়। এত মউ স্বাক্ষর হলেও বাস্তব বিনিয়োগের পরিমাণ অপ্রতুল।