শিলিগুড়ি: অবশেষ ধরা পড়ল লেপার্ড সচিন। ৩ দিন পর বনকর্মীদের পাতা খাঁচায় ধরা পড়ল সে। ১ জানুয়ারি বেঙ্গল সাফারি পার্কের এনক্লোজার টপকে পালিয়ে যায় লেপার্ডটি।
শুক্রবার সাফারির মধ্যেই বনকর্মীদের পাতা খাঁচায় ধরা পড়ে সচিন। উদ্ধার হওয়ার পর তার চোখে গভীর ক্ষত দেখতে পান বনকর্মীরা। পার্কের কর্মীদের সূত্রে খবর, পর্যাপ্ত খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়ে সে।
উল্লেখ্য, ১ জুলাই খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্র থেকে লেপার্ড সচিন ও সৌরভকে আনা হয়। তাদের রাখা হয় ২০ হেক্টর জমির এনক্লোজারে। কিন্তু আনার পর থেকে আক্রমণাত্মক সচিন দু’জন বনকর্মীর উপর হামলা চালায়। এর পর গত ১ জানুয়ারি সাতসকালে এনক্লোজার টপকে পালিয়ে যায়। এনক্লোজারের লাগোয়া গাছে মেলে তার শরীরের লোম। তার পর থেকেই শুরু হয় তল্লাশি।
সাফারি আধিকারিকদের দাবি ছিল, তৃণভোজী অঞ্চলেই সে লুকিয়ে রয়েছে। প্রথমে একপ্রস্ত কুনকি হাতি দিয়ে তল্লাশি শুরু হয়। কিন্তু খোঁজ মেলেনি সচিনের।
[আরও পড়ুন : বেঙ্গল সাফারি পার্কে আসা থেকেই আক্রমণাত্মক ছিল সচিন]
বনকর্মীরা তৃণভোজী এলাকায় বিভিন্ন জায়গায় খাঁচা পাতেন। সেই খাঁচাতে ধরা পড়েছে সচিন।