Homeখবররাজ্যভোটের মুখে বাংলায় দু’টি 'স্লিপার' বন্দে ভারত, দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালুর...

ভোটের মুখে বাংলায় দু’টি ‘স্লিপার’ বন্দে ভারত, দিল্লি-হাওড়া ও দিল্লি-শিয়ালদহ রুটে চালুর সম্ভাবনা

প্রকাশিত

২০২৬ সালের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে রেল উপহার দিতে চলেছে কেন্দ্র। শীঘ্রই রাজ্যে আসছে দু’টি অত্যাধুনিক স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রথম দেশে চালু হতে চলেছে এই ধরনের বন্দে ভারত, যা চলবে নিউদিল্লি-হাওড়া এবং নিউদিল্লি-শিয়ালদহ রুটে। রেলবোর্ড ইতিমধ্যেই পরিকল্পনার কাজ চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রকের শীর্ষ সূত্র এমনই ইঙ্গিত দিয়েছে।

বর্তমানে দিল্লি থেকে হাওড়া ও শিয়ালদহের পথে চলা রাজধানী এক্সপ্রেসগুলিতেই এই স্লিপার বন্দে ভারত সংযোজিত হবে বলে প্রাথমিক পরিকল্পনা। তবে রাজধানী এক্সপ্রেসের স্বাভাবিক যাত্রী পরিষেবায় তার কোনও প্রভাব পড়বে না বলে রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

দিল্লি-বাংলা রুটেই দেশের প্রথম স্লিপার বন্দে ভারত!

এই মুহূর্তে দেশের কোনও রুটেই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়নি। জম্মু-শ্রীনগর রুটে এই ধরনের ট্রেন চালানোর পরিকল্পনা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য কাশ্মীরে গিয়ে শ্রীনগর-কাটরা রুটে দু’টি চেয়ার কার বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেও স্লিপার সংস্করণ চালু হয়নি।

ফলে দিল্লি থেকে বাংলার রুটেই দেশের প্রথম স্লিপার বন্দে ভারত চালু হওয়ার সম্ভাবনা প্রবল। রেল বোর্ড সূত্রে খবর, খুব শীঘ্রই এই সংক্রান্ত সরকারি ঘোষণা হতে চলেছে।

আরও তিনটি রুটেও ভাবনা চলছে

দিল্লি-হাওড়া এবং দিল্লি-শিয়ালদহ ছাড়াও আরও তিনটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা রয়েছে রেলমন্ত্রকের। সেগুলি হল—

  • দিল্লি-পুনে
  • দিল্লি-মুম্বই
  • দিল্লি-সেকেন্দ্রাবাদ

এই রুটগুলিতে বর্তমানে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির গতি ঘণ্টায় ১৬০ কিমি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ভোটমুখী বাংলায় রেল প্রকল্পের বার্তা

এই মুহূর্তে বাংলায় যে ক’টি বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, সবকটিই চেয়ার কার। স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় এখনও পর্যন্ত আসেনি। ফলে ভোটের মুখে রেল মন্ত্রকের এই পরিকল্পনা রাজ্যবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

রাজ্যে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ, বিধানসভায় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

রাজ্যে গৃহস্থের পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্মার্ট মিটার বসানো বন্ধ। বিধানসভায় এ কথা স্পষ্ট করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিরোধিতা কেন্দ্রের চাপের অভিযোগ ঘিরে।

বৃষ্টির মধ্যেই বাড়বে গরম, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা

শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে, চলবে নিয়মিত বৃষ্টি। তবে গরমও বাড়বে বলে জানাল হাওয়া অফিস।শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে, চলবে নিয়মিত বৃষ্টি। তবে গরমও বাড়বে বলে জানাল হাওয়া অফিস।

তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে রাজীব কুমারকে অব্যাহতি, দায়িত্বে অনুপকুমার আগরওয়াল

তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হল রাজীব কুমারকে। আইএএস অনুপকুমার আগরওয়াল পেলেন সেই দায়িত্ব। আপাতত রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে থাকছেন রাজীব।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে