ওয়েবডেস্ক: বুধবার কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি) ‘অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস’ দিয়েছে। দফতর জানায়, আগামী শুক্রবারের জন্য গোয়ার কঙ্কন এবং কর্নাটকের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্য দিকে আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের মতে, আগামী ২৪ ঘণ্টায় গোয়া এবং কর্নাটকের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ২০৪.৫ মিলিমিটার বা তার থেকেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরব সাগরে ঘূর্ণিঝড়ের তীব্রতার কথা মাথায় রেখেই ওই এলাকাগুলিতে উচ্চসতর্কতা জারি করেছে দফতর।
একই ভাবে রাজ্যের মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয় বুধবার বিকেল থেকেই। গত মঙ্গলবার থেকেই আকাশের মুখ গোমড়া হয়েছিল কলকাতায়। বুধবার সকাল থেকে ঝলমলে আলো থাকলেও বিকেল থেকে ঝিরঝিরে বৃষ্টি নামতে শুরু করে। এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত বজায় থাকতে পারে বলেই ধারণা করছে আলিপুর।
ঘূর্ণাবর্তের জেরে আগামী আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী রবিবার, কালীপুজোর দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছে দফতর। পাশাপাশি জানানো হয়েছে, নভেম্বরের শুরুতেই রাজ্য ঢুকতে পারে উত্তুরে হাওয়া। ফলে শীতের আমেজ শুরু হয়ে যাবে মাস ঘুরলেই।
স্বাভাবিক ভাবেই আবহাওয়া দফতরের পূর্বাভাসে কালীপুজোয় বৃষ্টি নিয়ে আশঙ্কা আপাতত কাটল বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু আগামী শনিবার পর্যন্ত চলতে থাকা আবহাওয়ার কেরামতিতে বাজিবাজার কিছুটা মার খেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল!