Homeখবররাজ্যনজরে নিরাপত্তা, ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগাবে বিধাননগর পুলিস

নজরে নিরাপত্তা, ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগাবে বিধাননগর পুলিস

প্রকাশিত

বিধাননগরের বিভিন্ন এলাকায় অপরাধ তদন্তের জন্য এবার ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে কমিশনারেট। যদিও কমিশনারেটের নিজস্ব সিসি ক্যামেরাগুলি অনেক অপরাধের কিনারা করতে সক্ষম হয়েছে, তবুও ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরা ব্যবহার করে তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে চাইছে পুলিস।

বিধাননগর কমিশনারেটের অধীনে থাকা সল্টলেক, নিউটাউন, রাজারহাট, বাগুইআটি, এবং বিমানবন্দর এলাকায় ইতিমধ্যে হাই রেজ্যুলেশনের ‘এএনপিআর’, ‘পিটিজেড’, এবং ‘বুলেট’ ক্যামেরা বসানো হয়েছে। গত বছরে লেকটাউন থানা এলাকায় সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে মাত্র ১ ঘণ্টার মধ্যে একটি দমকলকর্মী খুনের ঘটনা সমাধান করতে সক্ষম হয়েছিল পুলিস। এমনকি সম্প্রতি একটি শিশুকন্যাকে অপহরণের ঘটনাতেও সিসি ক্যামেরার ফুটেজ পুলিসকে অপরাধীকে চিহ্নিত করতে সাহায্য করেছে।

এখন কমিশনারেটের প্রতিটি থানা ব্যক্তিগত এবং বেসরকারি সিসি ক্যামেরার তালিকা প্রস্তুত করছে। এই তালিকায় সংশ্লিষ্ট এলাকার বাড়ি, দোকান, অফিসের সিসি ক্যামেরার সংখ্যা, অবস্থান, লাইভ ফিড এবং স্টোরেজের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রাখা হবে। এই উদ্যোগের মাধ্যমে শহরের প্রতিটি অলিগলির ফুটেজ পুলিসের হাতের নাগালে আসবে। এর ফলে অপরাধ সমাধানে দ্রুততা আসবে বলে মনে করা হচ্ছে।

বিধাননগরের যুগ্ম পুলিস কমিশনার বাদানা বরুণ চন্দ্রশেখর জানান, “অপরাধের কিনারা করার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। সমস্ত দোকান, বাড়ি, অফিসের সিসি ক্যামেরার তালিকা আমাদের কাছে থাকবে। কোনও অপরাধ ঘটলে আমরা এই তালিকা থেকে দেখে, সংশ্লিষ্ট ফুটেজ সংগ্রহ করে তদন্ত করব। এতে তদন্তের গতি বাড়বে।”

এই উদ্যোগের ফলে, বিধাননগর এলাকায় অপরাধ দমনে আরও বেশি দক্ষতা আসবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিকতম

পাকিস্তান কেন যাচ্ছেন? আরও স্পষ্ট করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়াদিল্লি: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ঘোষণা করেন যে তাঁর আসন্ন পাকিস্তান সফর শুধুমাত্র...

‘তারক মেহতা কা উলটা চশমা’য় আসছে নতুন সোনু

নতুন সোনু আসছে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’য়। পলক সিন্ধোয়ানির জায়গায়...

দুর্গোৎসব ২০২৪: এ এক বহু প্রাচীন দুর্গামন্দির যার দুয়ার খোলে শুধুমাত্র নবরাত্রির ৯টি দিনে

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে আজ তিন দিন হল। পুণ্যার্থীদের ভিড় বাড়ছে সেই মন্দিরে। শুধু...

ত্বকের পরিচর্যায় সেরাম ব্যবহার করেন? জানেন কি ভুল ব্যবহারে হিতে বিপরীত হতে পারে?

দেবীপক্ষ শুরু হয়ে তৃতীয়া পড়ে গেল। পুজোর দিন এসে গেল। কিন্তু পুজোর দিনে তো...

আরও পড়ুন

হরিয়ানায় শুরু ভোটগ্রহণ, সন্ধ্যাতেই আসবে বুথফেরত সমীক্ষা

খবর অনলাইনডেস্ক: বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে হরিয়ানায়। শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব...

এ বার আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা? দাবি পূরণ না হলে কঠোর পদক্ষেপ

কলকাতা: জুনিয়র ডাক্তাররা আপাতত কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে,...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?