রাজ্যে সিমেন্ট কারখানা গড়তে চলেছে বিনানি সিমেন্ট। কারখানায় ১০ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি সংস্থার। মঙ্গলবার অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে দেখা করেন বিনানি গোষ্ঠীর কর্ণধার জয়ী ঘোষ। সংস্থাকে পুরুলিয়ার রঘুনাথপুরে জমি দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই কারখানায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে খবর।
তৃণমূল সরকারের প্রথম পাঁচ বছরে রাজ্যে বিনিয়োগ তেমন আসেনি। সেজের অনুমতি না পাওয়ায় এখনও বিনিয়োগ করেনি ইনফোসিস। সব মিলিয়ে শিল্পক্ষেত্রে রাজ্যের ভাবমূর্তি নিয়ে বারবার তোপের মুখে পড়েছে মমতা সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাই রাজ্যকে শিল্প মানচিত্রে তুলে ধরতে উদ্যোগী হয়েছে সরকার। বিনানি সিমেন্টের বিনিয়োগ রাজ্যের শিল্পের পালে কতটা হাওয়া লাগাতে পারে তা সময়ই বলবে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।