BJP
ছবি: ইন্টারনেট থেকে

ওয়েবডেস্ক: বিজেপির রথযাত্রা কর্মসূচির প্রস্তুতিতে জেলায় জেলায় চলছে বৈঠকে। রাজ্য বা জেলা স্তরের নেতৃত্বরা দলীয় কর্মীদের নিয়ে সারছেন আগাম প্রস্তুতি। বীরভূমের সিউড়িতে এমনই একটি প্রস্তুতি বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপির নেতা-কর্মীদের বচসা ও হাতাহাতি বাঁধে বলে সূত্রের খবর।

রাজ্য বিজেপির ঘোষণা অনুযায়ী, বীরভূমের প্রস্তাবিত রথযাত্রার নির্ঘণ্ট বদল আগেই হয়েছে। আগামী ৫ ডিসেম্বর দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অনুপস্থিতির কারণে তারাপীঠ থেকে রথযাত্রার উদ্বোধন হওয়ার কথা আগামী ১৪ ডিসেম্বর। সেই কর্মসূচির প্রস্তুতি হিসাবে এ দিনের বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। কী কারণে?

আরও পড়ুন: মুসলমানদের জন্য বিজেপিতে কর্মখালি!

কয়েক দিন আগেই বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেননি দলের জেলা সভাপতি। সে সময়ই তাঁর বিরুদ্ধে কটূমন্তব্য করেন দলের অন্যান্য নেতৃত্বরা। শোনা যায়, ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই বীরভূম বিজেপির প্রাক্তন সভাপতি অর্জুন সাহা এবং দুধকুমার মণ্ডল তীব্র আক্রমণ করেন বর্তমান জেলা সভাপতি রামকৃষ্ণ রায়কে। তিনি কোনো রকম কারণ না দেখিয়েই সম্পাদক অনিল সিং ও সহ-সভাপতি নারায়ণচন্দ্র মণ্ডলকে পদ থেকে ছেঁটে ফেলেন বলে বিজেপির একাংশের অভিযোগ।

আরও পড়ুন: বাপু-চেতনায় গুজরাতকে পিছনে ফেলে দিল কেরল!

জানা গিয়েছে, এ দিন পঞ্জীভূত হওয়া সমস্ত অভিযোগ এবং পাল্টা-অভিযোগের বহি:প্রকাশ ঘটে চরম বচসা ও হাতাহাতির মাধ্যমেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here